The Bangladesh Mathematical Olympiad Committee has announced a six-member national squad for the 66th International Mathematical Olympiad (IMO).
৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
কিছু ভালো লাগছে না, সৌম্যদ্বীপ অঙ্ক কষতে বসে যায়। আবার ভালো লাগছে, সে অঙ্কই কষে। মা সোমা রানী দের ভাষায়, ‘ছেলে অঙ্ক করতে খুব পছন্দ করে।’
নজর শুধু প্রশ্নের ওপর। চেষ্টা কেবল প্রশ্নের জট খোলার। ছোট–বড় সবার একই অবস্থা। প্রতিযোগিতার মঞ্চে এসে ভুলে গেছে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি। কারণ, স্বপ্ন তাঁদের বিশ্বজয়ের।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ৭–৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০২৫’
ফেনীতে চার জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। আজ শুক্রবার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২৩তম উৎসবে ঢাকা আঞ্চলিক পর্বে বিজয়ী ৪২৫ জন লড়বে জাতীয় পর্বে। আজ মঙ্গলবার তাদের হাতে মেডেল ও টি–শার্ট তুলে দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে সিলেট নগরের মেজরটিলা এলাকার স্কলার্সহোম মেজরটিলা কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০২৫
অষ্টম শ্রেণির ফারহাত রাইয়ান সিদ্দিকী আগেও গণিত উৎসবে অংশ নিয়েছিল। এবারের উৎসবে কি নিজের আগ্রহে এসেছে, নাকি পরিবারের উৎসাহে? এমন প্রশ্নে ফারহাতের ভাষ্য, ‘দুটোই’।
শীতের সকালে ঘন কুয়াশা। পূর্বাকাশে সূর্য হালকা উঁকি দিচ্ছে। এরই মধ্যে শিক্ষার্থীরা ছুটে এসেছে খুলনা জিলা স্কুল মাঠে। সেখানে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫-এর আঞ্চলিক গণিত উৎসব।