বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং ২০২২ সালে নরওয়ে অনুষ্ঠেয় ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপি ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২২’ আয়োজন করা হবে। গণিত উৎসবে অংশগ্রহণের জন্য প্রত্যেককে নিবন্ধন করতে হবে।
২০২২ সালের গণিত অলিম্পিয়াড ৪টি ধাপে অনুষ্ঠিত হবে–
১। অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড: অনলাইনে নিবন্ধন করে প্রত্যেকেই অনলাইন বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে।
২। অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড: অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে অনলাইন আঞ্চলিক পর্ব আয়োজন করা হবে।
৩। বিভাগীয় গণিত অলিম্পিয়াড: অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে বিভাগীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করা হবে।
৪। জাতীয় গণিত অলিম্পিয়াড: বিভাগীয় পর্বের বিজয়ীদের নিয়ে জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করা হবে।
অনলাইনে রেজিস্ট্রেশন: নিবন্ধনের জন্য ওয়েবসাইট শীঘ্রই উন্মুক্ত করে দেওয়া হবে–
· গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য– https://online.matholympiad.org.bd এই ওয়েব সাইটে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
· গণিত উৎসব ২০২২-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
· পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
· ২০২০ এবং ২০২১ সালের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাকাউন্টে লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে ২০২২ সালের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ক্যাটাগরি: ৪টি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে–
ক. প্রাইমারি: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি: নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও–লেভেল এবং ও–লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি: একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ–লেভেল ও এ-লেভেল পরীক্ষার্থী।
সামাজিক মাধ্যমে গণিত উৎসবের খবর:
· গণিত উৎসবের নানা খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের অফিসিয়াল ফেসবুক পেজ https://facebook.com/BdMOC এবং ফেসবুক গ্রুপে https://facebook.com/groups/BdMOC