রেজিস্ট্রেশন বিষয়ে কিছু তথ্য:
রেজিস্ট্রেশন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত। রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।
সব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে।
চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের অধীত শ্রেিণ অনুযায়ী ক্যাটাগরি নির্ধারিত হবে।
ক. প্রাইমারি, বাংলা মাধ্যম—তৃতীয় থেকে পঞ্চম শ্রেিণ বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র, বাংলা মাধ্যম—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেিণ বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি, বাংলা মাধ্যম—নবম, দশম শ্রেিণ ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি, বাংলা মাধ্যম—একাদশ, দ্বাদশ শ্রেিণ ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।
যে সব অঞ্চলে ১২ ডিসেম্বর শুরু হচ্ছে রেজিস্ট্রেশন
ঢাকা অঞ্চল: ঢাকা-১, ঢাকা-২, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ।
যোগাযোগ: প্রথম আলো অফিস, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। প্রয়োজনে: ০১৭১১২৭০৪৩৬ ও ০১৯১৩৯১৬৬৩১
শরীয়তপুর অঞ্চল: মাদারীপুর ও শরীয়তপুর। যোগাযোগ: এফআইটি কার্যালয়, ঋষিপাড়া, সদর রোড, শরীয়তপুর।প্রয়োজনে: ০১৭১৩৫০৫৮৩৪ ও ০১৭১৪৬৪১৯০৪
চাঁদপুর অঞ্চল: চাঁদপুর ও কুমিল্লা।
যোগাযোগ: হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় (অফিস প্রাঙ্গণ), চাঁদপুর।
প্রয়োজনে: ০১৮১৮৮৭০৮১১ ও ০১৭১৩১০৩৮৩১
নোয়াখালী অঞ্চল: লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী। যোগাযোগ: প্রথম আলো অফিস, টাউন হল মোড়, ফ্ল্যাট রোড (দ্বিতীয় তলা), মাইজদী কোর্ট, নোয়াখালী।
প্রয়োজনে: ০১৭৪৯০৭৬১০০ ও ০১৯১২০৯৯৩৮৪
চট্টগ্রাম অঞ্চল: চট্টগ্রাম।
যোগাযোগ: প্রথমা, সানমার স্প্রিং গার্ডেন, জামালখান, চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
প্রয়োজনে: ০১৬৭০৪৬২৮৪৪ ও ০১৮১৫৮১১৩২৮
কক্সবাজার অঞ্চল: কক্সবাজার জেলা
যোগাযোগ: প্রথম আলো অফিস, হোটেল সাগরগাঁও, ঝাউতলা, কক্সবাজার।
প্রয়োজনে: ০১৭১৩১০৩৮৭৬ ও ০১৭১৪৩৭৪৬৩৪
রাঙামাটি অঞ্চল: রাঙামাটি ও খাগড়াছড়ি
যোগাযোগ: রাঙামাটি অফিস, বই একাডেমির ওপর তলা, বনরূপা, রাঙামাটি।
প্রয়োজনে: ০১৮২০৩৫০১২৫ ও ০১৮১৫৬১০৫৮৯১