গণিত এবং গণিত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনার জন্য আমরা একটা ডিসকর্ড (Discord) সার্ভার চালু করেছি। ডিসকর্ড একটি ফ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মেসেজিং, ভয়েস কল, ফাইল শেয়ারিং করা যায়। পূর্বে কখনো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে, অথবা সামনের বছরগুলোতে অংশগ্রহণ করতে চায়, শিক্ষক, অভিভাবকসহ সকলেই এখানে যুক্ত হতে পারেন।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, অনলাইন ফোরামের পাশাপাশি সরাসরি আলোচনার জন্য এটি নতুনভাবে চালু করা হচ্ছে। অন্যান্য প্লাটফর্মগুলো যেভাবে সক্রিয় আছে সেভাবেই চালু থাকবে।
এখানে সুবিধা হল গণিত অলিম্পিয়াডের একাডেমিক এবং অর্গানাইজিং টিমের সবাই যুক্ত আছেন, তাই যে কোনো আলোচনায় হয়তো তারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। বিষয় ও ক্যাটাগরি ভিত্তিক আলোচনার জন্য আলাদা চ্যানেল, পাশাপাশি গণিতের বাইরের বিষয়গুলো নিয়েও আলোচনার বেশ কিছু চ্যানেল তৈরী করা হয়েছে।
এখানে যুক্ত থাকার অন্যতম নিয়ম হল: প্রত্যেককেই অন্যান্য সকল সদস্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়াও বিস্তারিত নিয়ম ডিসকর্ডে দেয়া রয়েছে।
ডিসকর্ডে যুক্ত হওয়ার লিংক : https://matholympiad.org.bd/chat
নতুন ডিসকর্ডে অ্যাকাউন্ট তৈরীর জন্য এই লিংক থেকে পদ্ধতি দেখুন এই লিংক থেকে: ডিসকর্ডে নতুন অ্যাকাউন্ট তৈরী