১৭ ও ১৮ জানুয়ারি ২০২৫, ৭টি আঞ্চলিক গণিত উৎসব

১৭ ও ১৮ জানুয়ারি ২০২৫, ৭টি আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, রাজশাহী, যশোর, দিনাজপুর ও গাজীপুর।

গাজীপুর আঞ্চলিক গণিত উৎসবের ভেন্যু পরিবর্তন

আগামী ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, গাজীপুর আঞ্চলিক গণিত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে। গাজীপুর আঞ্চলিক গণিত উৎসবের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। নতুন ভেন্যু: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, গাজীপুর।

চট্টগ্রাম, কুষ্টিয়া, বরিশাল ও কুমিল্লা আঞ্চলিক গণিত উৎসবের ফলাফল প্রকাশ

‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫’-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।

বরিশালে গণিত উৎসব, শিক্ষার্থীদের পদচারণে মুখর প্রাঙ্গণ

ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বরিশাল বিভাগীয় পর্ব আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে নগরের ঐতিহ্যবাহী বিএম স্কুল প্রাঙ্গণে গণিত উৎসবের উদ্বোধন করা হয়।

গণিতচর্চায় বেশি সময় দিতে হবে

গণিত অলিম্পিয়াড এখন আর সহশিক্ষা কার্যক্রমের অংশ নয়, এটি আন্তর্জাতিক পাঠ্যক্রমের অংশ। গণিত মানুষকে যুক্তিবাদী ও উন্নত প্রজন্ম গড়তে সাহায্য করে। তাই নতুন প্রজন্মকে গণিতচর্চায় বেশি বেশি সময় দিতে হবে।

শীতের সকালে গণিত উৎসব, আনন্দ-উচ্ছ্বাস কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের

কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আঙিনায় আজ শনিবারের সকালটা অন্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন। চারদিকে যেন উৎসবের আমেজ। দূর থেকেই শোনা যাচ্ছিল শিক্ষার্থীদের আলাপচারিতা। বিভিন্ন স্থান থেকে সেখানে জমায়েত হয়েছে সাড়ে পাঁচ শ খুদে গণিতবিদ। আনন্দ, উচ্ছ্বাস আর উদ্দীপনা নিয়ে তাঁরা অংশ নেয় এবারের ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে’।

শীত উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

‘দুইয়ের সঙ্গে দুই যোগ করলে চার হয়। এ দুটি সংখ্যা গুণ করলেও চার হয়। অন্যদিকে ছয়ের সঙ্গে ছয় যোগ করলে ১২ হয়। কিন্তু দুটি সংখ্যা গুণ করলে ৩৬ হয় কেন?’ এ প্রশ্ন খুদে শিক্ষার্থী ফাহমিদা ইয়াসমিনের। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের কোতোয়ালির সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের মাঠে অনুষ্ঠিত গণিত উৎসবে যোগ দিয়ে এই প্রশ্ন ছুড়ে দেয় ফাহমিদা। এমন আরও মজার প্রশ্ন উঠে আসে এ উৎসবের প্রশ্নোত্তর পর্বে।

কুষ্টিয়ায় চলছে গণিত উৎসব, আনন্দে মেতেছে খুদে শিক্ষার্থীরা

আবহাওয়া বার্তায় আগাম খবর ছিল শৈত্যপ্রবাহের। ভোর থেকেই কনকনে শীত। তাই বলে থেমে থাকবে খুদে শিক্ষার্থীদের গণিতের উৎসব? মোটেই না। ঠান্ডা বাতাস উপেক্ষা করে শীতের মধ্যেই খুদে শিক্ষার্থীরা জড়ো হয়েছে কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে। প্রায় সাড়ে ৮০০ খুদে গণিতবিদ আনন্দ-উচ্ছ্বাসে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিয়েছে।

উচ্ছ্বাসে শুরু গণিত উৎসবের চট্টগ্রাম পর্ব

আনন্দ-উচ্ছ্বাসে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের চট্টগ্রাম পর্ব। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের কোতোয়ালি এলাকায় অবস্থিত সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গণিত উৎসবের উদ্বোধন হয়।

সিলেট আঞ্চলিক গণিত উৎসব স্থগিত ঘোষণা

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫’-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। আঞ্চলিক উৎসবের প্রথম দিন ১০ জানুয়ারি, শুক্রবার চট্টগ্রাম ও কুষ্টিয়া আঞ্চলিক উৎসব এবং ১১ জানুয়ারি, শনিবার কুমিল্লা ও বরিশাল আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে।