গণিত অলিম্পিয়াড স্বার্থক হয় যখন সারাদেশব্যাপী শিক্ষার্থীরা বছরজুড়ে গণিতের ভয় কাটিয়ে সমস্যা সমাধানের আনন্দে মেতে থাকে৷ এই স্বার্থকতার বড় দাবিদার সারাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা গণিত ক্লাবগুলো। তাই গণিত ক্লাবগুলোকে উৎসাহ প্রদানের লক্ষে এবং গণিত চর্চাকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিবছর সারাদেশের গণিত ক্লাবগুলোর মধ্য থেকে সেরা ক্লাব বাছাই করে পুরস্কৃত করা হয়।
জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২১-এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ এপ্রিল ২০২১ তারিখ সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের অনলাইন জাতীয় গণিত অলিম্পিয়াড।
অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল পাতা থেকে নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করে পূর্ণ তালিকা দেখা যাবে। তালিকা থেকে নিজের নাম, অথবা ইউজারনেম লিখে অনুসন্ধানের জন্য পাতার উপরের অংশে একটি অনুসন্ধানের ব্যবস্থা রাখা আছে।
ফলাফল দেখতে https://online.matholympiad.org.bd/results/regional2021 লিংকে ক্লিক করুন।
অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মার্চ ২০২১ তারিখে সকাল ০৯:০০ থেকে ১০:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আঞ্চলিক প্রতিযোগীতা। বাছাই অলিম্পিয়াডের মত আঞ্চলিক অলিম্পিয়াডও অনলাইনে অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অলিম্পিয়াড একই সময়ে শুরু হবে।
গণিত উৎসব ২০২১-এর জন্য যারা নিবন্ধন করেছ, তাদের সবাইকে অভিনন্দন।
আগামী ১২ মার্চ, ২০২১ তারিখে অনলাইন বাছাই অলিম্পিয়াড আয়োজন করা হবে। বাছাই অলিম্পিয়াডের সময়গুলো নিচে দেওয়া হলো: