প্রতি বছরের ন্যায় এই বছরেও চলে আসছে জাতীয় গণিত উৎসব। গণিত উৎসবের মূল চালিকাশক্তি দেশজুড়ে ছড়িয়ে থাকা আমাদের ক্লাব গুলো। প্রতি বছর তাই আমরা বিশেষ সম্মাননা জানাই একটি করে ক্লাবকে তাদের পূর্ববর্তী বছরের কার্যক্রমের জন্য। আগ্রহী সকল ক্লাবকে (ফর্ম লিংক) ফিলাপ করার জন্য অনুরোধ করা হচ্ছে আগামী ৯ মার্চ সকাল ১০টার মধ্যে।
ডাচ্-বাংলা ব্যাংক–প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০২২ ও ২০তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আগামী ১১ মার্চ ২০২২, শুক্রবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান অনলাইন বিভাগীয় অলিম্পিয়াডের বিজয়ী ৯০৯ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করবে। দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২২-এর ফলাফল প্রকাশিত হয়েছে । ফলাফল পাতা থেকে নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করে পূর্ণ তালিকা দেখা যাবে। মূল তালিকার পাশাপাশি নিজ নিজ প্রোফাইল থেকেও ফলাফল দেখা যাবে।
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণিত অলিম্পিয়াড ২০২২ এর আঞ্চলিক পর্ব। সকাল ১০:৩০ মিনিটে সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের একই সময়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে। গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত অনলাইন বাছাই অলিম্পিয়াডে ক্যাটাগরি অনুযায়ি আলাদা সময় নির্ধারিত থাকলেও এই পর্বে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জন্য একই সময় নির্ধারণ করা হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব-২০২২ এর অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল আজ সন্ধ্যা ৬টায় প্রকাশিত হয়েছে। গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে বাছাই অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করেন। ফলাফল দেখতে লগইন করতে হবে https://online.matholympiad.org.bd/results এই ঠিকানায়।
বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং ২০২২ সালে নরওয়ে অনুষ্ঠেয় ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপি ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২২’ আয়োজন করা হবে। গণিত উৎসবে অংশগ্রহণের জন্য প্রত্যেককে নিবন্ধন করতে হবে।