আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণিত অলিম্পিয়াড ২০২২ এর আঞ্চলিক পর্ব। সকাল ১০:৩০ মিনিটে সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের একই সময়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে। গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত অনলাইন বাছাই অলিম্পিয়াডে ক্যাটাগরি অনুযায়ি আলাদা সময় নির্ধারিত থাকলেও এই পর্বে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জন্য একই সময় নির্ধারণ করা হয়েছে।
অনলাইন বাছাই অলিম্পিয়াড থেকে এই বছর প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে আঞ্চলিক পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারন সম্পাদক মুনির হাসান একটি অনুষ্ঠানে অলিম্পিয়াডের তারিখ ঘোষণা করেন।