গণিত অলিম্পিয়াড ২০২৩ খুলনা ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
রাজশাহী অঞ্চলের সাড়ে আট শ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আজ শুক্রবার সকাল সোয়া ৯টায় রাজশাহী কলেজ মাঠে আঞ্চলিক এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহা. আবদুল খালেক।
গণিত অলিম্পিয়াড ২০২৩ যশোর ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে আজ বৃহস্পতিবার যশোর থেকে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর আঞ্চলিক উৎসবের। সকাল সাড়ে নয়টায় ঘন কুয়াশার মধ্যে জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
করোনা অতিমারি আমাদের অনেক ক্ষতি করে গেছে। তবে শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে বেশি। তারা তাদের বইপুস্তক নিয়ে ঢুকে পড়েছে অনলাইনের রাজ্যে। আর সে কারণে তিন বছর ধরে আমাদের প্রাণের আয়োজন ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসবও ঢুকে পড়ে স্ক্রিনের মধ্যে। গত বছর আমরা জাতীয় উৎসব নিয়ে ঘর থেকে বের হয়ে এসেছি। আর আজ বৃহস্পতিবার পৌনে ২০০ বছরের ঐতিহ্যবাহী, খালি চোখে সুপারনোভা দেখার জ্যোতির্বিদ রাধা গোবিন্দ চন্দ্র ও সংযুক্তিই উৎপাদনশীলতার তত্ত্বের জনক ও গ্রামীণফোনের অন্যতম প্রতিষ্ঠাতা ইকবাল কাদীরের বিদ্যালয়, যশোর জিলা স্কুলে শুরু হচ্ছে আঞ্চলিক গণিত উৎসব।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে।
আয়োজকেরা জানান, অনলাইন বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। অনলাইন বাছাইপর্বের ফলাফল ও ভেন্যুর নাম এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে https://online.matholympiad.org.bd ওয়েবসাইটে।