গণিত উৎসব ২০২৩ এর নিবন্ধন শুরু

গণিত উৎসব ২০২৩ এর নিবন্ধন শুরু হয়েছে। গণিত উৎসব ২০২৩-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক। https://online.matholympiad.org.bd সাইটে গিয়ে অনলাইন গণিত অলিম্পিয়াডের নিবন্ধনের জন্য “ নিবন্ধন” বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিবন্ধন সংক্রান্ত দিকনির্দেশনা আসবে।

চন্দনাইশ গনিত অলিম্পিয়াড ২০২২

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর আয়োজনে, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ জাতীয় গনিত অলিম্পিয়াড কমিটি এর সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ গনিত অলিম্পিয়াড ২০২২ সম্পন্ন হলো পহেলা অক্টোবর এ। এতে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

Search