জাপানের চিবায় মনোমুগ্ধকর আয়োজনে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

আলোহীন মিলনায়তনে ভেসে আসছে বাদ্যযন্ত্রের সুর। এরই মধ্যে হঠাৎ চমকানো আলোর ছটায় চোখের সামনে ভেসে উঠল বিশাল এক মঞ্চ। এই আয়োজন ছিল ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধনী আসরের শুরুতে। এবারের আসর বসেছে জাপানের চিবা শহরে।

গণিতের বিশ্ব আসর বসছে এবার সূর্যোদয়ের দেশে

ঢাকা বিমানবন্দর, রাত ১২টা ৫০ মিনিট। মধ্যরাতে ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যে এত ব্যস্ত থাকে, তা সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। দিনের বেলায় সাধারণ যে ভিড় থাকে, রাতে যেন তা বেড়ে যায়। এর মধ্যে ইমিগ্রেশনের লম্বা লাইন তো আছে। সেই লাইনে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি সূর্যোদয়ের দেশ জাপানে যাওয়ার জন্য। আমাদের সাতজনের বাংলাদেশ দল তৈরি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবারের আয়োজনের জন্য। সেই উদ্দেশে৵ই বুধবার (৫ জুলাই) রাতে রওনা দিয়েছি জাপানের উদ্দেশে।

জাপানে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাচ্ছে দেশের ৬ খুদে গণিতবিদ

দেশের ৬ খুদে গণিতবিদ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৪তম আসরে অংশ নিতে জাপানে যাচ্ছে। মাথা ঠান্ডা রেখে আনন্দের সঙ্গে তারা নিজেদের সেরাটা দেবে বলে আয়োজকদের প্রত্যাশা।

বাংলাদেশের দলীয় নম্বর আরও বাড়ানোর প্রত্যাশা

মধ্য দুপুর। ভাতঘুম দেওয়ার সময়। এমনই একসময় আমরা ঢাকার লালমাটিয়া আপন উদ্যোগ ফাউন্ডেশনের ভবনে গণিত ক্যাম্পে ঢুঁ মারি। ভরদুপুরে নীরবতা খেয়াল করলাম। ভবনের তিনতলায় উঠেই দেখি গোল হয়ে বসে আছে কয়েকজন। নিস্তব্ধ, পিনপতন শব্দের মধ্যে ইশারায় বুঝতে চাইলাম কী হচ্ছে।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বাংলাদেশ গণিত দলের নাম ঘোষণা

চলতি বছর ২-১৩ জুলাই জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হবে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এ জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

আইএমওর জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সদস্যরা হলেন এস এম এ নাহিয়ান (ঢাকা কলেজ), শাহরিয়ার হোসেন (আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর), নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), জিতেন্দ্র বড়ুয়া (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), দেবপ্রিয় সাহা রায় (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) ও ইমাদ উদ্দীন আহমাদ হাসিন (কুষ্টিয়া সরকারি কলেজ।

জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৩-এর ফলাফল

গণিত উৎসব ২০২৩: জাতীয় গণিত অলিম্পিয়াড-এর ফলাফল: online.matholympiad.org.bd/results/national2023