আঞ্চলিক গণিত উৎসব কাল শুরু

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে।

আয়োজকেরা জানান, অনলাইন বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। অনলাইন বাছাইপর্বের ফলাফল ও ভেন্যুর নাম এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে https://online.matholympiad.org.bd ওয়েবসাইটে।

ডাচ্-বাংলা ব‌্যাংক-প্রথম আ‌লো আঞ্চলিক গণিত উৎসব ২০২৩-এ অংশগ্রহনের বিশেষ নির্দেশিকা!

▶️▶️আঞ্চলিক উৎসবের সময়সূচি:

· অনুষ্ঠানে আগমন সকাল সাড়ে ৮টায়।
· পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ডাচ্-বাংলা ব্যাংক- প্রথম আলো গণিত উৎসব ২০২৩ আঞ্চলিক উৎসবের সময়সূচী

ডাচ্-বাংলা ব্যাংক- প্রথম আলো গণিত উৎসব ২০২৩ আঞ্চলিক উৎসবের সময়সূচী

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২৩ (৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার)

ডাচ্‌-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর নিবন্ধন করার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গণিত উৎসব ২০২৩-এর বাছাই গণিত অলিম্পিয়াড ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ ডিসেম্বর মক (প্রস্তুতিমূলক) গণিত অলিম্পিয়াড- ২০২৩

'ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩' মূল বাছাই অলিম্পিয়াডের আদলে আমরা একটি প্রস্তুতিমূলক মক অলিম্পিয়াড– এর আয়োজন করেছি। তোমাদের অনেকেই হয়তো এবার প্রথমবারের মতো অনলাইনে অলিম্পিয়াড দিচ্ছ। আর যারা গতবার দিয়েছ, তাদের মধ্যেও অনেকে হয়তো ভুলে গিয়েছ আমাদের অনলাইন অলিম্পিয়াডের প্ল্যাটফর্মটা কীভাবে কাজ করে। তাই পরীক্ষার পদ্ধতি, প্রশ্নের ধরন এবং অলিম্পিয়াড প্ল্যাটফর্মের খুঁটিনাটি জিনিস সম্পর্কে পরিচিত করানো এবং একটা আসল অনলাইন অলিম্পিয়াডের অভিজ্ঞতা দেওয়ার জন্যই আমরা একটা মক অলিম্পিয়াডের আয়োজন করছি।

গণিত উৎসব ২০২৩ এর নিবন্ধন শুরু

গণিত উৎসব ২০২৩ এর নিবন্ধন শুরু হয়েছে। গণিত উৎসব ২০২৩-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক। https://online.matholympiad.org.bd সাইটে গিয়ে অনলাইন গণিত অলিম্পিয়াডের নিবন্ধনের জন্য “ নিবন্ধন” বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিবন্ধন সংক্রান্ত দিকনির্দেশনা আসবে।