▶️▶️আঞ্চলিক উৎসবের সময়সূচি:
· অনুষ্ঠানে আগমন সকাল সাড়ে ৮টায়।
· পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
▶️▶️আঞ্চলিক উৎসবের সময়সূচি:
· অনুষ্ঠানে আগমন সকাল সাড়ে ৮টায়।
· পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
নং | ভেন্যু অঞ্চল | অন্তর্ভুক্ত জেলা | ভেন্যু | তারিখ |
1 | যশোর | মাগুরা, যশোর ও নড়াইল | যশোর জিলা স্কুল | ৫–১–২৩ (বৃহস্পতিবার) |
2 | খুলনা | খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও পিরোজপুর | আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা | ৬–১–২৩ (শুক্রবার) |
3 | রাজশাহী | রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ | রাজশাহী কলেজ | ৬–১–২৩ (শুক্রবার) |
4 | ফরিদপুর | ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর | সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর | ৭–১–২৩ (শনিবার) |
5 | কুষ্টিয়া | ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা ও চুয়াডাঙ্গা | কুষ্টিয়া জিলা স্কুল | ৭–১–২৩ (শনিবার) |
6 | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল | ৯–১–২৩ (সোমবার) |
7 | ব্রাহ্মণবাড়িয়া | ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী | ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ | ১১–১–২৩ (বুধবার) |
8 | দিনাজপুর | ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর | দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট | ১২–১–২৩ (বৃহস্পতিবার) |
9 | কক্সবাজার | কক্সবাজার ও বান্দরবান | কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় | ১২–১–২৩ (বৃহস্পতিবার) |
10 | রংপুর | রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী | রংপুর জিলা স্কুল | ১৩–১–২৩ (শুক্রবার) |
11 | চট্টগ্রাম | চট্টগ্রাম ও রাঙামাটি | পরে জানানো হবে | ১৩–১–২৩ (শুক্রবার) |
12 | বগুড়া | জয়পুরহাট, সিরাজগঞ্জ ও বগুড়া | বগুড়া জিলা স্কুল | ১৪–১–২৩ (শনিবার) |
13 | ফেনী | ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি | ফেনী সরকারি কলেজ | ১৪–১–২৩ (শনিবার) |
14 | ঢাকা(১) | ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ | আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বনশ্রী শাখা, ঢাকা | ২০–১–২৩ (শুক্রবার) |
15 | ঢাকা(২) | ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ | আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বনশ্রী শাখা, ঢাকা | ২১–১–২৩ (শনিবার) |
16 | কুমিল্লা | কুমিল্লা, চাঁদপুর | নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা | ২১–১–২৩ (শনিবার) |
17 | গাজীপুর | গাজীপুর | বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, গাজীপুর | ২৩–১–২৩ (সোমবার) |
18 | ময়মনসিংহ | নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ | বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ | ২৭–১–২৩ (শুক্রবার) |
19 | বরিশাল | বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা ও ঝালকাঠি | ব্রজমোহন বিদ্যালয় (বি.এম. স্কুল), বরিশাল | ২৮–১–২৩ (শনিবার) |
20 | সিলেট | সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার | স্কলার্সহোম, শাহী ঈদগাহ শাখা, সিলেট | ২৮–১–২৩ (শনিবার) |
ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর নিবন্ধন করার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গণিত উৎসব ২০২৩-এর বাছাই গণিত অলিম্পিয়াড ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার অনুষ্ঠিত হবে।
'ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩' মূল বাছাই অলিম্পিয়াডের আদলে আমরা একটি প্রস্তুতিমূলক মক অলিম্পিয়াড– এর আয়োজন করেছি। তোমাদের অনেকেই হয়তো এবার প্রথমবারের মতো অনলাইনে অলিম্পিয়াড দিচ্ছ। আর যারা গতবার দিয়েছ, তাদের মধ্যেও অনেকে হয়তো ভুলে গিয়েছ আমাদের অনলাইন অলিম্পিয়াডের প্ল্যাটফর্মটা কীভাবে কাজ করে। তাই পরীক্ষার পদ্ধতি, প্রশ্নের ধরন এবং অলিম্পিয়াড প্ল্যাটফর্মের খুঁটিনাটি জিনিস সম্পর্কে পরিচিত করানো এবং একটা আসল অনলাইন অলিম্পিয়াডের অভিজ্ঞতা দেওয়ার জন্যই আমরা একটা মক অলিম্পিয়াডের আয়োজন করছি।
গণিত উৎসব ২০২৩ এর নিবন্ধন শুরু হয়েছে। গণিত উৎসব ২০২৩-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক। https://online.matholympiad.org.bd সাইটে গিয়ে অনলাইন গণিত অলিম্পিয়াডের নিবন্ধনের জন্য “ নিবন্ধন” বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিবন্ধন সংক্রান্ত দিকনির্দেশনা আসবে।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর আয়োজনে, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ জাতীয় গনিত অলিম্পিয়াড কমিটি এর সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ গনিত অলিম্পিয়াড ২০২২ সম্পন্ন হলো পহেলা অক্টোবর এ। এতে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।