আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ‘ম্যাথমেটিকস উইদাউট বর্ডারস’–এ প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা একটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে।
All the latest activities
গণিতের আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি সাফল্য পেল বাংলাদেশ। গত ২৭ জুলাই থেকে ১ আগস্ট অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। এবারের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। করোনার কারণে পুরো আয়োজনটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ ১টি রৌপ্যপদক,১টি ব্রোঞ্জপদক ও ৪টি সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ব্যক্তিগত ও দলগত প্রতিযোগিতা-দুটিতেই বাংলাদেশ দ্বিতীয় রানারআপ হয়েছে।
ইরান গত বছর থেকে আন্তর্জাতিকভাবে আয়োজন করছে ‘ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড’। কম্বিনেটরিকস হলো গণিতের একটি শাখা। এ বছরই প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। আজ ৩০ জুলাই ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড।
আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন (IMC)। এই বছরের আয়োজক দেশ ইন্দোনেশিয়া। বাংলাদেশের দুটি দলসহ বিশ্বের মোট ১৬ টি দেশ থেকে ৮৫টি দল অংশগ্রহণ করছে এবারের আসরে।
প্রত্যাশা ঠিকমতো পূরণ না হলেও করোনা মহামারির এই দুঃসময়ে একটু হলেও স্বস্তির খবর শোনাল বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) থেকে এবার তিনটি ব্রোঞ্জপদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) পরীক্ষার পর্ব শেষ হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা দ্বিতীয় দিনের পরীক্ষায় কম্বিনেটরিকস, সংখ্যাতত্ত্ব ও জ্যামিতির ওপর তিনটি গাণিতিক সমস্যা সমাধান করতে দেওয়া হয় প্রতিযোগীদের।
করোনা বাস্তবতায় এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) পরীক্ষা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় বেলা দেড়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা প্রথম দিনের পরীক্ষায় কম্বিনেটরিকস, বীজগণিত ও জ্যামিতির ওপর তিনটি গাণিতিক সমস্যা সমাধান করতে দেওয়া হয় প্রতিযোগীদের।
সশরীর রাশিয়ায় গিয়ে এবারও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়ার সুযোগ ছিল না কারও। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের কারণে নতুন বাস্তবতায় অলিম্পিয়াডের ইউটিউব চ্যানেলে চোখ রেখেই এই আয়োজনের সঙ্গী হতে হয়েছে। সুরের মূর্ছনা ও নৃত্য-গীতের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি অবশ্য রেকর্ডেড (আগে ধারণ করা) ছিল। বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যায় উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিযোগীদের ভিডিও বার্তা প্রচার করা হয়।
- শেষ হলো প্রাইমারি গণিত ক্যাম্প ২০২১
- বাংলাদেশ গণিত দলের নাম ঘোষণা
- ১১ বছরে প্রথমবার বাংলাদেশের স্বর্ণপদক
- বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন আর নেই
- আড্ডায় সেরাদের সেরারা
- জাতীয় গণিত অলিম্পিয়াডে বিজয়ী ৮৯ শিক্ষার্থী
- ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিকাল অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পদক
- সেরা গণিত ক্লাব ২০২০ এর মনোনয়ন
- ১০ এপ্রিল জাতীয় গণিত অলিম্পিয়াড
- অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২১-এর ফলাফল প্রকাশ