৭১ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে সুচারু ভাবে সম্পন্ন হয়েছে ডাচ্- বাংলা ব্যাংক -প্রথম আলো অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২০।
সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৭১ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে সুচারু ভাবে সম্পন্ন হয়েছে ডাচ্- বাংলা ব্যাংক -প্রথম আলো অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২০।
সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২০ এবার অনলাইনে আয়োজন করা হচ্ছে। http://online.matholympiad.org.bd ঠিকানা থেকে নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে অংশগ্রহন করা যাবে।
অনলাইনে এই অলিম্পিয়াডে অংশ নেয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে নিচের স্লাইডে দেখানো হয়েছে।
অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী ২৯শে মে ২০২০, শুক্রবার। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে।
আঞ্চলিক আয়োজনের পূর্বে আমরা তিনটি মক অনলাইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে। আঞ্চলিকের প্রস্তুতি হিসেবে এগুলো আয়োজন করা হচ্ছে। মক পরীক্ষগুলো হবে সকাল ১০:৩০-১১:৩০ পর্যন্ত। পরীক্ষার সময় ১ ঘন্টা।
গণিত অলিম্পিয়াডের অনলাইন প্রস্তুতিমূলক ক্লাসের আয়োজন করা হয়েছে। আঞ্চলিক ও জাতীয় গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি নিয়ে সরাসরি আলোচনা করবেন একাডেমিক দলের সদস্যরা। দেখতে চোখ রাখতে হবে গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেজ থেকে।
তারিখ- ১৭,১৮, ১৯ ও ২০ মে ২০২০
সময়: প্রতিদিন দুপুর ২:৩০ মিনিট থেকে
ΔABC এ ∠A = 100°, AB = AC । AB এর উপর D একটি বিন্দু যেন CD , ∠ACB কে সমদ্বিখণ্ডিত করে। BC= 2012 হলে (AD+CD) = ?
গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ভোররাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
জামিলুর রেজা চৌধুরীর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
Mo | Tu | We | Th | Fr | Sa | Su |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 |
+880-2-8180078-81 Ex-2128
info@matholympiad.org.bd
Build With ❤ by Nasir Khan Saikat
Theme by JoomShaper