সোনা জয়ের স্বপ্ন নিয়ে মেধার যুদ্ধে অংশ নিতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল। আজ বৃহস্পতিবার ছয় সদস্যের খুদে গণিতবিদদের এই দলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। দেশের ভেতরে প্রায় ৭১ হাজার পরীক্ষার্থীর সঙ্গে মেধার যুদ্ধে লড়ে এই খুদে গণিতবিদেরা জায়গা করে নিয়েছে অলিম্পিয়াডের মূল দলে।
৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৫তম আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বাথ শহরে। চলতি বছরের ১০-২২ জুলাই বসবে এই আসর।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ১-২ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৪’ ও ‘২২তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।
‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের পুরস্কার বিতরণী পর্ব আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার সকাল ৯.০০টা টিসিবি মিলনায়তন, কারওয়ান বাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক গণিত উৎসব গত শুক্রবার শুরু হয়েছে। প্রথম দিন রংপুর ও কুষ্টিয়া আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়।
শীতের সকাল। কনকনে ঠান্ডা। এরই মধ্যে সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ছুটে এসেছে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময় পেরিয়ে সকাল সোয়া নয়টায় শুরু হয় অনুষ্ঠান।
শীতের সকালে খুদে গণিতবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়। সেখানে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক গণিত উৎসব। উৎসবের নানা আয়োজনে অংশ নিতে কনকনে ঠান্ডার মধ্যে ছুটে এসেছে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
সকাল থেকে ঠান্ডা পড়ছে। তেমন কুয়াশা না থাকলেও শীতে জবুথবু সবাই। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দিতে থাকে রোদ। কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে বাড়তে থাকে খুদে গণিতবিদদের আনন্দ-উচ্ছ্বাস। সেখানে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিয়েছে তারা।
কুয়াশাচ্ছন্ন শীতের সকালটা মনে হয় ভোর। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে শিক্ষার্থীরা ছুটে এসেছে রংপুর জিলা স্কুল মাঠে। সেখানে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক গণিত উৎসব। দিনব্যাপী এ উৎসবে নানা আয়োজনে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। উৎসবের প্রথম দিন ২৬ জানুয়ারি কুষ্টিয়া ও রংপুর আঞ্চলিক উৎসব এবং ২৭ জানুয়ারি দিনাজপুর ও গাজীপুর গণিত উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থীদের সকাল সাড়ে ৮টায় পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।