ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ২৫তম এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড (এপিএমও)

 

আজ ১২ মার্চ  অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড—এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) ২৫তম আয়োজন। ২৫তম এপিএমওতে অংশ নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীদের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে। এপিএমওর নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে নিজ নিজ দেশে। এপিএমওর সদস্য ২৬টি দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর এই সর্ববৃহৎ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড। তবে ভৌগোলিক অবস্থান ও সময়ের ব্যবধানের জন্য দেশভেদে কয়েক ঘণ্টার সময় পার্থক্য হয়ে থাকে। সে হিসাবে আমেরিকা অঞ্চলের দেশগুলোর অলিম্পিয়াড হয় ১১ মার্চ বিকেলে এবং বাংলাদেশসহ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর অলিম্পিয়াড হয় ১২ মার্চ সকালে। বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় অভিন্ন প্রশ্নে। এবার অলিম্পিয়াডটি সমন্বয় করে জাপান। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশে এপিএমওর আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ঢাকায় অনুষ্ঠিত এপিএমওতে সারা দেশ থেকে আসা প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। উল্লেখ্য, এপিএমওর জন্য শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করলেও হরতালের কারনে অনেক শিক্ষার্থী উপস্থিত হতে পারে নাই।
বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় একই প্রশ্নে। মূল প্রশ্ন অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ মান ছিল ৭। পরে সব শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রথম ১০ জনের ফলাফল এবং নমুনা হিসেবে প্রথম, তৃতীয় ও সপ্তম স্থান অধিকারীর উত্তরপত্র জাপানে পাঠানো হবে।

আজ শুরু হলো নবম বাংলাদেশ গণিত ক্যাম্প ২০১৩

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত
নবম বাংলাদেশ গণিত ক্যাম্প ২০১৩ আজ বেলা ১২ টা থেকে শুরু হয়েছে । সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাম্পার একেক করে উপস্থিত হতে থাকে ক্যাম্পে। ইতিমধ্যে প্রায় সকল ক্যাম্পারা এসে উপস্থিত হয়েছে।
এই ক্যাম্পে মোট ২৭ জন ক্যাম্পার অংশ নিচ্ছে। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির ৭জন, সেকেন্ডারি ক্যাটাগরির ৬ জন এবং জুনিয়র ক্যাটাগরির ১৪ জন শিক্ষার্থী ।
ক্যাম্পটি পরিচালনা করবেন বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব আলম মজুমদার। ক্যাম্পটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী ১৬ মার্চ শনিবার।

ক্যাম্পের স্থান:
পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট
(পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র)
বাড়ি # ৬৭৯, রোড #১২, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

জয় গণিত ক্যাম্প !

নবম বাংলাদেশ গণিত ক্যাম্পে অংশগ্রহনকারীদের তালিকা

ক্যাটাগরি: হায়ার সেকেন্ডারি
১.        সৌরভ দাস, ঢাকা কলেজ
২.        নূর মোহাম্মদ মাহি, ঢাকা কলেজ, ঢাকা
৩.        এহসানুল কবির, নটরডেম কলেজ
৪.        মো. জাহিদুল হাসান, আনন্দ মোহন কলেজ
৫.        মো. নাদিমুল আবরার, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ
৬.        তাহমিদ হাসান, সরকারি এম এম সিটি কলেজ
৭.        ফাহিম ফেরদৌস, আনন্দ মোহন কলেজ

ক্যাটাগরি- সেকেন্ডারি
৮.        রাবীব ইবরাত, ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ
৯.        সাইফুল্লাহ তালুকদার,  বিয়াম মডেল স্কুল ও কলেজ
১০.      সাজিদ আখতার তুর্য,  বিএল সরকারি উচ্চ বিদ্যালয়
১১.      মো সানজিদ আনোয়ার,  ময়মনসিংহ জিলা স্কুল
১২.      আদীব হাসান,  ময়মনসিংহ জিলা স্কুল
১৩.       প্রীতম কুন্ডু,  সেন্ট গ্রেগরী ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়

ক্যাটাগরি- জুনিয়র
১৪.        মো. শহীদুল ইসলাম, কলেজিয়েট স্কুল, চট্রগ্রাম
১৫.        আহমেদ জাওয়াদ চৌধুরী,  ক্যান্ট. ইংলিশ স্কুল এন্ড কলেজ
১৬.        ফাতিন আনাম রাফীদ,  সেন্ট যোসেপ হায়ার সেকেন্ডারী স্কুল
১৭.        শেখ সাকিব আহমেদ, সানিডেইল
১৮.        সিয়াম আব্দ আল-ইলাহ,  রাজউক উত্তরা মডের কলেজ
১৯.        মেহেদী হাসান নওশাদ,  কলেজিয়েট স্কুল, চট্রগ্রাম
২০.        রাসমান মুরতাসিম স্বর্গ,  দিনাজপুর জিলা স্কুল
২১.        তাহমিদ আনজুম খান,  রংপুর জিলা স্কুল
২২.        তানযীম আজওয়াদ জামান, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল
২৩.        তাসনিম ফারহান ফাতিন, জিলা স্কুল কুষ্টিয়া
২৪.        ফাহিম তাজওয়ার, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী
২৫.        মো. সাব্বির রহমান, গভ. ল্যাবরেটরি হাই স্কুল
২৬.        আসিফ-ই-এলাহী,  সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়
২৭.        এস এম নাঈমুল ইসলাম, বরিশাল জিলা স্কুল

শেষ হলো ২৫ তম এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডের (এপিএমও) নিবন্ধন

আজ বিকেলে শেষ হলো ২৫ তম এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডের (এপিএমও) নিবন্ধন কার্যক্রম । ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় ১১০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন শেষ করেছে।
উল্লেখ্য, গতকাল ৭ মার্চ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পূর্বের ঘোষনা অনুযায়ি আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়।

এপিএমওর তারিখ : ১২ মার্চ মঙ্গলবার ২০১৩।
সময় : সকাল ৯টা থেকে দুপুর ১.৩০ মিনিট।
এপিএমওর স্থান : টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা (ঢাকা কলেজের পাশে)।

জয় এপিএমও

নবম বাংলাদেশ গণিত ক্যাম্পের তারিখ চুড়ান্ত

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত নবম বাংলাদেশ গণিত ক্যাম্পের তারিখ চুড়ান্ত হয়েছে। ক্যাম্পটি আগামী ৯ মার্চ শনিবার বেলা ১২.০০ টায় শুরু হবে এবং শেষ হবে ১৬ মার্চ শনিবার দুপুরের খাবারের পর।

এই ক্যাম্পের জন্য নির্বাচিত সবার সাথে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হবে।


২৫ তম এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড (এপিএমও)

আগামী ১২ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় ২৫ তম এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড (এপিএমও) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় (ঢাকা কলেজের পাশে ) অনুষ্ঠিত হবে। এপিএমও-তে নবম থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীরা অংশনিতে পারবে। এপিএমও-তে অংশগ্রহনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের  রেজিস্ট্রেশন করতে হবে। 

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:  প্রথম আলো অফিস, ১৯ কাওরানবাজার, ঢাকা। রেজিস্ট্রেশন শুরু ৭ মার্চ থেকে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ১০০ জনকে রেজিস্ট্রেশন করা হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


এপিএমওর তারিখ   : ১২ মার্চ মঙ্গলবার ২০১৩।

এপিএমওর স্থান       : টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা (ঢাকা কলেজের পাশে)।

নবম বাংলাদেশ গণিত ক্যাম্প স্থগিত

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত নবম বাংলাদেশ গণিত ক্যাম্প অনিবার্য কারনবশত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ চুড়ান্ত হলে বিস্তারিত তথ্যসহ ওয়েবসাইট ও ফেসবুক প্রকাশ এবং সকল ক্যাম্পাদের সঙ্গে যোগাযোগ করে জানানো হবে । সৃষ্ট সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিবাকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

উল্লেখ্য, ক্যাম্পটি ৫ মার্চ মঙ্গলবার দুপুর ১২.০০ টা ক্যাম্প শুরুর কথা ছিল ।

 


জাতীয় গণিত উৎসবের তারিখ অপরিবর্তিত

আগামীকাল ৫ ফেব্রুয়ারি হরতালের কারনে এসএসসি পরীক্ষা শুক্রবারে অনুষ্ঠিত হবে। এ কারনে জাতীয় গণিত উৎসব-২০১৩ এর তারিখ, সময় ও স্থান কোন পরিবর্তন হচ্ছে না । পূর্বনির্ধারিত তারিখ, স্থান ও সময়ে অনুযায়ি জাতীয় গণিত উৎসব অনুষ্ঠিত হবে।

জাতীয় উৎসবের স্থান: সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর ঢাকা ( আসাদগেট থেকে মোহাম্মদপুরের দিকে সামান্য এগোলেই হাতের বাঁ পাশে পড়বে স্কুলটি)।
তারিখ: ৮ ও ৯ ফেব্রুয়ারি ২০১৩, শুক্র ও শনিবার

রাজশাহী আঞ্চলিক গণিত উৎসব পিছালো আরও একদিন!

উৎসবের নতুন তারিখ ২৭ জানুয়ারি উল্লেখ্য, ২৬ জানুয়ারিতে উৎসবটি হওয়ার কথা ছিল। অনিবার্য কারনবশত: উৎসবটি এখন একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি রবিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সৃষ্ট সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। নতুন তারিখ:২৭ জানুয়ারি, রবিবার ভেন্যু:রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল ও কলেজ

রাঙামাটি উৎসবের নতুন তারিখ ২৮ জানুয়ারি

২০ জানুয়ারি রোববার লেকার্স পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠেয় রাঙামাটি আঞ্চলিক গণিত উৎসব অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। উৎসবটি আগামী ২৮ জানুয়ারি সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সৃষ্ট সমস্যার জন্য সংশ্লিষ্ট শিার্থী, শিক্ষক ও অভিবাকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

Search