আঞ্চলিক আয়োজনের পূর্বে আমরা তিনটি মক অনলাইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে। আঞ্চলিকের প্রস্তুতি হিসেবে এগুলো আয়োজন করা হচ্ছে। মক পরীক্ষগুলো হবে সকাল ১০:৩০-১১:৩০ পর্যন্ত। পরীক্ষার সময় ১ ঘন্টা।
