All the latest activities

আঞ্চলিক আয়োজনের পূর্বে আমরা তিনটি মক অনলাইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে। আঞ্চলিকের প্রস্তুতি হিসেবে এগুলো আয়োজন করা হচ্ছে। মক পরীক্ষগুলো হবে সকাল ১০:৩০-১১:৩০ পর্যন্ত। পরীক্ষার সময় ১ ঘন্টা।

গণিত অলিম্পিয়াডের অনলাইন প্রস্তু‌তিমূলক ক্লাসের আয়োজন করা হয়েছে। আঞ্চ‌লিক ও জাতীয় গ‌ণিত অ‌লি‌ম্পিয়া‌ডের প্রস্তু‌তি নি‌য়ে সরাস‌রি আ‌লোচনা কর‌বেন একা‌ডে‌মিক দ‌লের সদস্যরা। ‌দেখ‌তে চোখ রাখ‌তে হ‌বে গ‌ণিত অ‌লি‌ম্পিয়া‌ডের ফেসবুক পেজ থে‌কে।
তা‌রিখ- ১৭,১৮, ১৯ ও ২০ মে ২০২০
সময়: প্র‌তি‌দিন দুপুর ২:৩০ মি‌নিট থে‌কে

ΔABC এ ∠A = 100°, AB = AC । AB এর উপর D একটি বিন্দু যেন CD , ∠ACB কে সমদ্বিখণ্ডিত করে। BC= 2012 হলে (AD+CD) = ?

গ‌ণিত অ‌লি‌ম্পিয়াড ক‌মিটির সভাপ‌তি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ভোররাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।

জামিলুর রেজা চৌধুরীর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

১৮ অক্টোবর- ১৯ অক্টোবর, ২০১৯ তারিখে বিডিএমও এর সহযোগিতায় সেন্ট জোসেফস হায়ার সেকেন্ডারি স্কুল আয়োজন করে জোসেফাইট ম্যাথ ম্যানিয়া। জোসেফাইট ম্যাথ ক্লাবের এই বিশাল গণিত আয়োজনে গণিত অলিম্পিয়াড ছাড়াও ছিল সুডোকু, রুবিক্স কিউব সল্ভিং , পাজল সল্ভিং, কুইজ এবং প্রোগ্রামিং কন্টেস্ট।

প্রথমবারের মতো  ইন্টারন্যাশনাল টিনেজারস ম্যাথমেটিকস অলিম্পিয়াডে(আইটিএমও) অংশগ্রহন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল। এবারের আইটিএমও-২০১৯ অনুষ্ঠিত হয়  ১৩ অক্টোবর- ১৭ অক্টোবরে ভারতের সিটি মন্টেসরি স্কুল,গোমতী নগর ১ ক্যাম্পাসে ।
বাংলাদেশ দলের প্রতিযোগী  মোঃ ফোয়াদ আল আলম ব্রোঞ্জ পদক এবং ইপ্সিতা জাহান বিশেষ সম্মাননা পুরষ্কার লাভ করে। বাংলাদেশ দলের সাথে দলনেতা হিসেবে ছিলেন একাডেমিক কাউন্সিলর সকাল রায় এবং  সহদলনেতা একাডেমিক কাউন্সিলর জুনায়েদ কামাল নিবিড়।

“এবার ভাইয়ারা পেল, সামনেবার আমরা দেখিয়ে দেবো"-পুরষ্কার বিতরণী একের পর এক নাম ঘোষণার ফাঁকে এক ক্ষুদে গণিতবিদ এর আবছা কন্ঠে ভেসে আসা কথাগুলো শোনা গেল মেহেরপুরের গাংনীতে। যেখানে প্রতিযোগিতায় পুরষ্কার না জেতার বেদনাকে ছাপিয়ে উৎসবের আনন্দটাই বড় করে দেখা গেল গত ০৫ অক্টোবর গাংনী গণিত পরিবার আয়োজিত “মেহেরপুর জেলাব্যাপী গণিত উৎসব ২০১৯” এ। “গণিতের ভয়, করব জয়” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী এই উৎসবে জেলার তিন উপজেলার প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

BdMO Event Calendar

<<  <  April 2003  >  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
282930    

Latest Articles

Bangladesh Mathematical Olympiad Committee Logo
Bangladesh Mathematical Olympiad Committee is the organization who organizes the Math Olympiad each year across the country with the support form Dutch Bangla Bank & Prothom Alo.
© 2022, Bangladesh Mathematical Olympiad Committee

Quick Links

Contact Info

+880-2-8180078-81 Ex-2128
info@matholympiad.org.bd

Build With by Nasir Khan Saikat
Theme by JoomShaper

Search