- BdMO Desk
- BdMO 2021
- Hits: 1171
ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশনে বাংলাদেশ দল
আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন (IMC)। এই বছরের আয়োজক দেশ ইন্দোনেশিয়া। বাংলাদেশের দুটি দলসহ বিশ্বের মোট ১৬ টি দেশ থেকে ৮৫টি দল অংশগ্রহণ করছে এবারের আসরে।