গণিত অলিম্পিয়াড ২০২৩ কুষ্টিয়া ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
গণিত উৎসবের কুষ্টিয়া আঞ্চলিক পর্বের আসর বসেছিল কুষ্টিয়া জিলা স্কুলে। সেখানে ৪৫৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৩ শিক্ষার্থী ঢাকায় জাতীয় উৎসবে যাওয়ার জন্য নির্বাচিত হয়।
গণিত অলিম্পিয়াড ২০২৩ ফরিদপুর ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
ফরিদপুরে ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। এর আগে কুয়াশা ও তীব্র শীতের মধ্যে শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর ও ফরিদপুরের ৯টি উপজেলা থেকে ৩৫৯ জন শিক্ষার্থী উৎসবস্থলে উপস্থিত হয়।
শিশিরভেজা পৌষের ভোর, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। শীতের আমেজ কাটিয়ে সকাল নয়টার দিকে পুব আকাশে উঁকি দেয় সূর্য। তারও আগে আশপাশের বিভিন্ন জেলা থেকে খুদে শিক্ষার্থীরা এসে জড়ো হয় খুলনার আযম খান সরকারি কমার্স কলেজ মাঠে। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর খুলনা আঞ্চলিক পর্বে অংশ নিতে এসেছিল সবাই।
গণিত অলিম্পিয়াড ২০২৩ রাজশাহী ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
গণিত অলিম্পিয়াড ২০২৩ খুলনা ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
রাজশাহী অঞ্চলের সাড়ে আট শ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আজ শুক্রবার সকাল সোয়া ৯টায় রাজশাহী কলেজ মাঠে আঞ্চলিক এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহা. আবদুল খালেক।
গণিত অলিম্পিয়াড ২০২৩ যশোর ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে আজ বৃহস্পতিবার যশোর থেকে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর আঞ্চলিক উৎসবের। সকাল সাড়ে নয়টায় ঘন কুয়াশার মধ্যে জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।