মধ্য দুপুর। ভাতঘুম দেওয়ার সময়। এমনই একসময় আমরা ঢাকার লালমাটিয়া আপন উদ্যোগ ফাউন্ডেশনের ভবনে গণিত ক্যাম্পে ঢুঁ মারি। ভরদুপুরে নীরবতা খেয়াল করলাম। ভবনের তিনতলায় উঠেই দেখি গোল হয়ে বসে আছে কয়েকজন। নিস্তব্ধ, পিনপতন শব্দের মধ্যে ইশারায় বুঝতে চাইলাম কী হচ্ছে।
চলতি বছর ২-১৩ জুলাই জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হবে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এ জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
আইএমওর জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সদস্যরা হলেন এস এম এ নাহিয়ান (ঢাকা কলেজ), শাহরিয়ার হোসেন (আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর), নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), জিতেন্দ্র বড়ুয়া (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), দেবপ্রিয় সাহা রায় (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) ও ইমাদ উদ্দীন আহমাদ হাসিন (কুষ্টিয়া সরকারি কলেজ।
গণিত উৎসব ২০২৩: জাতীয় গণিত অলিম্পিয়াড-এর ফলাফল: online.matholympiad.org.bd/results/national2023
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘গণিত উৎসবে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসে৷ তাদের হাসিমুখ, সরব উপস্থিতি মন ভালো করে দেয়। প্রথম আলো ২৫ বছরে পা রাখছে৷ বাংলাদেশের যা কিছু ভালো তার সঙ্গে থাকতে চায় প্রথম আলো। আমাদের একটাই লক্ষ্য, সব বিষয়ে বাংলাদেশের জয় দেখতে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই।’
তোমরা যারা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছ তাদের জানাই অভিনন্দন।
জাতীয় গণিত উৎসব ২০২৩
তারিখ: ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৩
ভেন্যু: সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা
খুদে গণিতবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার স্কলার্সহোম ক্যাম্পাস। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে অংশ নিতেই তাদের এ সমাগম। হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আজ শনিবার সকাল নয়টায় গণিত উৎসবের সিলেট আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছে।
গণিত অলিম্পিয়াড ২০২৩ সিলেট ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
সকাল থেকেই কিছুটা বসন্তের আবহ ছিল বরিশালে। ঝকঝকে রোদে মাঘের শীত উবে গেছে। বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়ের (বিএম স্কুল) বিশাল মাঠ তখন শিক্ষার্থীদের পদচারণে মুখর। চারদিকে উৎসবের আমেজ। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা সারবদ্ধভাবে দাঁড়িয়ে গেল।
গণিত অলিম্পিয়াড ২০২৩ বরিশাল ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
করোনার মহামারির কারণে তিন বছর আঞ্চলিক গণিত উৎসব আয়োজন ছিল অনলাইনে। এবার উৎসব হচ্ছে সশরীরে। এতে আনন্দিত শিক্ষার্থী নিলয় পাল। ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় ২০২০ সালে গণিত উৎসবে অংশ নিয়েছিল। এবার ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী হয়ে উৎসবে অংশ নিল সে। নিলয় বলে, শুধু অনলাইনে পরীক্ষা দিয়ে আর পুরস্কার জিতে মন ভরে না।