- স্বপ্ন নিয়ে প্রতিবেদক
- BdMO 2021
- Hits: 1227
ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ
ইরান গত বছর থেকে আন্তর্জাতিকভাবে আয়োজন করছে ‘ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড’। কম্বিনেটরিকস হলো গণিতের একটি শাখা। এ বছরই প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। আজ ৩০ জুলাই ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড।