গণিত উৎসব ২০২৩ এর নিবন্ধন শুরু হয়েছে। গণিত উৎসব ২০২৩-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক। https://online.matholympiad.org.bd সাইটে গিয়ে অনলাইন গণিত অলিম্পিয়াডের নিবন্ধনের জন্য “ নিবন্ধন” বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিবন্ধন সংক্রান্ত দিকনির্দেশনা আসবে।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর আয়োজনে, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ জাতীয় গনিত অলিম্পিয়াড কমিটি এর সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ গনিত অলিম্পিয়াড ২০২২ সম্পন্ন হলো পহেলা অক্টোবর এ। এতে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
বাংলাদেশের পতাকা নিয়ে ছয় খুদে গণিতবিদ নরওয়েতে হতে যাওয়া ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। কোনো চাপ নয়, বরং গণিত উপভোগ করাটাই মূল—অলিম্পিয়াড কর্তৃপক্ষের এমন বার্তা নিয়ে ৮ জুলাই দলটি ঢাকা ছাড়বে।
৬ থেকে ১৬ জুলাই নরওয়ের অসলোতে বসছে ‘গণিতের বিশ্বকাপ’। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৩তম আসরে বাংলাদেশের পতাকা নিয়ে যাবেন ছয় শিক্ষার্থী। এবার প্রায় শতাধিক দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী গণিতের বিশ্ব লড়াইয়ে অংশ নেবেন।
এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) বাংলাদেশ দল একটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। এ ছাড়া তিনজন পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় এ প্রতিযোগিতা।
প্রবেশমুখ দিয়ে ঢুকতেই ঢোলের আওয়াজে গণিতের জয়ধ্বনি। মন আর হৃদয় নেচে ওঠে। দুই বছর পর আবার এই খোলা মাঠে উদ্যাপিত হচ্ছে গণিত উৎসব। ততক্ষণে সকালের রঙিন ঝলমলে মিষ্টি আলো ইট-পাথরের উঁচু ভবনের ফাঁক দিয়ে এসে মাঠে খেলা করছে। অন্যদিকে গণিতকে জয় করতে সারা দেশ থেকে খুদে গণিতবিদের আনাগোনায় পুরো উৎসব প্রাঙ্গণ আনন্দ-উৎসাহে ভরপুর।
ঘরে ঢুকেই নীরবতাটা টের পাওয়া গেল; পিন পড়লে শব্দ শোনা যাবে, এমন নীরবতা। শব্দদূষণে প্রথম হওয়া এ শহরে এমন নিস্তব্ধতা সত্যি বিরল। ঘটনা হলো পরীক্ষা চলছে। গত ২৯ মার্চের কথা। রাজধানীর লালমাটিয়ায় গণিত অলিম্পিয়াডের ক্যাম্পে নীরবতাই আমাদের স্বাগত জানাল।
ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে (ইজিএমও) দুটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সদস্য ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নুজহাত আহমেদ ১৭ পয়েন্ট এবং হলিক্রস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইয়ান বিনতে মোস্তাফা ১৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছে।
প্রতি বছরের ন্যায় এই বছরেও চলে আসছে জাতীয় গণিত উৎসব। গণিত উৎসবের মূল চালিকাশক্তি দেশজুড়ে ছড়িয়ে থাকা আমাদের ক্লাব গুলো। প্রতি বছর তাই আমরা বিশেষ সম্মাননা জানাই একটি করে ক্লাবকে তাদের পূর্ববর্তী বছরের কার্যক্রমের জন্য। আগ্রহী সকল ক্লাবকে (ফর্ম লিংক) ফিলাপ করার জন্য অনুরোধ করা হচ্ছে আগামী ৯ মার্চ সকাল ১০টার মধ্যে।
ডাচ্-বাংলা ব্যাংক–প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০২২ ও ২০তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আগামী ১১ মার্চ ২০২২, শুক্রবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান অনলাইন বিভাগীয় অলিম্পিয়াডের বিজয়ী ৯০৯ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করবে। দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে।