১০ এপ্রিল জাতীয় গণিত অলিম্পিয়াড

১০ এপ্রিল জাতীয় গণিত অলিম্পিয়াড

জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২১-এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ এপ্রিল ২০২১ তারিখ সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের অনলাইন জাতীয় গণিত অলিম্পিয়াড।

বাছাই অলিম্পিয়াড এবং আঞ্চলিক অলিম্পিয়ডের মত জাতীয় অলিম্পিয়াডও এই বছর অনলাইনে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের পদ্ধতিও বাছাই এবং আঞ্চলিক পর্বের মতই থাকবে। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরীর পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে জাতীয় অলিম্পিয়াডের সময় থাকবে ২ ঘন্টা।

২৭ মার্চে অনুষ্ঠিত অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াড থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই কেবলমাত্র অনলাইন জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। https://online.matholympiad.org.bd/results/regional2021 লিংক থেকে আঞ্চলিক অলিম্পিয়াডের ফলাফল দেখা যাবে।

জাতীয় পর্বে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য উপহার পাঠানো হবে, তাই নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে ঠিকানা এবং অন্যান্য বিস্তারিত তথ্য হালনাগাদ করতে হবে।

যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করা যাবে। ইমেইল ঠিকানা হলো: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.। ইমেইল পাঠানো হলে অবশ্যই সেখানে নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।