#BdMO2021

BdMO 2020 Banner

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২১

BdMO Logo 2020

বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং ২০২১ সালে রাশিয়াতে অনুষ্ঠেয় ৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপি ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২১’ আয়োজন করা হবে।

গণিত উৎসবে অংশগ্রহণের জন্য প্রত্যেককে নিবন্ধন করতে হবে। ২০২১ সালের গণিত অলিম্পিয়াড তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।
১। অনলাইন বাছাই অলিম্পিয়াড: অনলাইনে নিবন্ধন করেছে এমন প্রত্যেকেই অনলাইন বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে।
২। আঞ্চলিক পর্ব: বাছাই অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে আঞ্চলিক পর্ব আয়োজন করা হবে। বাছাই পর্ব থেকে নির্বাচিতরাই কেবলমাত্র আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে।
৩। জাতীয় গণিত উৎসব: আঞ্চলিক পর্বের বিজয়ীরা জাতীয় গণিত উৎসবে অংশগ্রহণের জন্য নির্বাচিত হিসেবে বিবেচিত হবে।

অনলাইন গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য অলিম্পিয়াডের সাইট: http://online.matholympiad.org.bd ঠিকানায় গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। গণিত উৎসব ২০২১-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
২০২০ সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাকাউন্টে লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে ২০২১ সালের নিবন্ধন সম্পন্ন করতে হবে। সেজন্য নিবন্ধন পাতায় গিয়ে “২০২০ সালে অংশগ্রহণকারী” বাটনে ক্লিক করতে হবে।

চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে–
ক. প্রাইমারি: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি: নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও–লেভেল এবং ও–লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি: একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ–লেভেল ও এ-লেভেল পরীক্ষার্থী।

Articles on BdMO 2021

All the articles related to selection, regional & national Mathematical Olympiad 2020