Categories

BdMO 2020

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী ২৯শে মে ২০২০, শুক্রবার। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে।

BdMO 2020

আঞ্চলিক আয়োজনের পূর্বে আমরা তিনটি মক অনলাইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে। আঞ্চলিকের প্রস্তুতি হিসেবে এগুলো আয়োজন করা হচ্ছে। মক পরীক্ষগুলো হবে সকাল ১০:৩০-১১:৩০ পর্যন্ত। পরীক্ষার সময় ১ ঘন্টা।

BdMO 2020

১২ মার্চ থেকে অনুষ্ঠেয় আঞ্চলিক গণিত উৎসবসমূহ স্থগিত করা হলো। নতুন তারিখ নির্ধারণ করে আমরা খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষনা করবো।

BdMO 2020

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২০ এর ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ১৮টি আঞ্চলিক গণিত অলিম্পিয়াড আয়োজন করা হবে। অঞ্চল ভিত্তিক ফলাফল এবং নির্বাচিত শিক্ষার্থীদের বিস্তারিত ফলাফল পাওয়া যাবে http://online.matholympiad.org.bd/ ঠিকানা থেকে।

ভেন্যু অঞ্চল ও অর্ন্তভুক্ত জেলার তালিকা একই ওয়েবসাইটে পাওয়া যাবে। শীঘ্রই আঞ্চলিক আয়োজনের ভেন্যু ও তারিখ প্রকাশ করা হবে। আঞ্চলিক উৎসবের তারিখ ঘোষণার পর নির্বাচিত শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহনের ক্ষেত্রে প্রবেশপত্র প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে।

 

BdMO 2020

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২০, ২৮ ফেব্রুয়ারী তারিখে সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময়ে প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করেছে।

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল আগামী ৩ মার্চ ২০২০ মঙ্গলবার বিকাল ৫ টায় গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাছাই পর্বের নির্বাচিতদের নিয়ে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

BdMO 2020

গণিত অলিম্পিয়াড ২০২০ এর অনলাইন বাছাই অলিম্পিয়াড আগামী ২৮ ফেব্রুয়ারী তারিখে অনুষ্ঠিত হবে। আগের নির্ধারিত সময়ে যারা নিবন্ধন করছেন তারা নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে লগইন করে এই আয়োজনে অংশগ্রহন করতে পারবে।

প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটেগরীর শিক্ষার্থীদের জন্য তিনটি আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। তবে সকলের জন্যই পরীক্ষার সময় ১ ঘন্টা।

BdMO 2020

গণিত উৎসব ২০২০ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী ২০২০ তারিখ সকাল ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত। যারা নিবন্ধন করেছে তাদের সবাইকে এই নির্দিষ্ট সময়ে যে ঠিকানা থেকে নিবন্ধন করেছে সেই একই ওয়েবসাইট থেকে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।

পরীক্ষার তারিখ ও সময়:

জানুয়ারী ৩১, সকাল ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত

লিংক:

https://matholympiad.org.bd

http://math-online.matholympiad.org.bd

http://online.matholympiad.org.bd

BdMO 2020

গণিত উৎসব ২০২০ এ অংশগ্রহনের জন্য সকলকে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় জানুয়ারী ২৫, বিকাল ৫টা। এই সময়ের মধ্যে নিবন্ধন করা না হলে এই বছরের উৎসবে অংশগ্রহন করা যারে না।

BdMO 2020

দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা এবং ২০২০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দলের সদস্য বাছাইয়ের লক্ষ্যে শুরু হয়েছে গণিত উৎসব ২০২০ ও ১৮তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। চলতি বছর প্রথমে হবে অনলাইনে বাছাই অলিম্পিয়াড। বাছাই অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে আঞ্চলিক পর্ব এবং আঞ্চলিকের বিজয়ীদের নিয়ে জাতীয় গণিত উৎসব অনুষ্ঠিত হবে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে; যথাক্রমে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান) ও হায়ার সেকেন্ডারি (একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান)। ২০১৯ সালে শিক্ষার্থীরা যে শ্রেণিতে ছিল, সে অনুযায়ী তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের জন্য এই নিয়ম প্রযোজ্য।

এ বছর সারা দেশে একযোগে ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২০ পর্যন্ত অনলাইনে নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিবন্ধনের জন্য লগইন করতে হবে এই ঠিকানায়: online.matholympiad.org.bd। ইন্টারনেট সংবলিত একটি ডিজিটাল যন্ত্র, যেখানে ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে যেমন-স্মার্টফোন, ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারের মাধ্যমে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর অংশ নেওয়া যাবে বাছাই পরীক্ষায়। গণিত অলিম্পিয়াডের বাঁধাধরা কোনো সিলেবাস নেই। বিগত বছরের প্রশ্ন দেখলে সিলেবাসের বিষয়ে ধারণা পাওয়া যাবে। সমস্যাগুলোকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়: জ্যামিতি, বীজগণিত, সংখ্যাতত্ত্ব, গণনাতত্ত্ব ইত্যাদি।

হালনাগাদ তথ্য পাওয়া যাবে ফেসবুক পেজ fb.com/BdMOC, ফেসবুক গ্রুপ fb.com/groups/BdMOC অথবা ওয়েবসাইটে: matholympiad.org.bd

BdMO 2020