অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২১-এর ফলাফল প্রকাশ

অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল পাতা থেকে নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করে পূর্ণ তালিকা দেখা যাবে। তালিকা থেকে নিজের নাম, অথবা ইউজারনেম লিখে অনুসন্ধানের জন্য পাতার উপরের অংশে একটি অনুসন্ধানের ব্যবস্থা রাখা আছে।

ফলাফল দেখতে https://online.matholympiad.org.bd/results/regional2021 লিংকে ক্লিক করুন।

২৭ মার্চ অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২১

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মার্চ ২০২১ তারিখে সকাল ০৯:০০ থেকে ১০:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আঞ্চলিক প্রতিযোগীতা। বাছাই অলিম্পিয়াডের মত আঞ্চলিক অলিম্পিয়াডও অনলাইনে অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অলিম্পিয়াড একই সময়ে শুরু হবে।

১২ মার্চ ২০২১ - অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড

গণিত উৎসব ২০২১-এর জন্য যারা নিবন্ধন করেছ, তাদের সবাইকে অভিনন্দন।

আগামী ১২ মার্চ, ২০২১ তারিখে অনলাইন বাছাই অলিম্পিয়াড আয়োজন করা হবে। বাছাই অলিম্পিয়াডের সময়গুলো নিচে দেওয়া হলো: