আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২০ অনুষ্ঠেয় ৬১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছর প্রতিটি অংশগ্রহণকারী দেশে সেই দেশের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। তবে, পুরো আয়োজনটি আইএমও কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত কমিশনাররা পরিচালনা করবেন।
