All the latest activities

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬০তম আসরে অংশ নিতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশের গণিত দল। কাল রোববার সকালে দলটি রওনা হবে। আগামী সোমবার থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। এবারের আসরে বাংলাদেশ দলটি ১১৬টি দেশের ৬০০ প্রতিযোগীর সঙ্গে গণিতের লড়াই করবে।

ক্রিকেট বিশ্বকাপ শেষ হচ্ছে ১৪ জুলাই। আর সেদিনই ‘গণিতের বিশ্বকাপে’ অংশ নিতে বাংলাদেশ থেকে রওনা হবে ৬ কিশোর। ইংল্যান্ডের বাথ শহরে শুরু হচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও), ১১৬ টি দেশের ৬০০ প্রতিযোগী অংশ নেবে সেখানে। বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন?

জুলাই মাসে আমাদের তোড়জোড় শুরু হয়। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এর আগে আমরা খোঁজ শুরু করি ডিসেম্বর থেকে; উদ্দেশ্য—ছয়জন খুদে গণিতবিদকে বের করা, যারা আইএমওতে বাংলাদেশের পতাকা নিয়ে যাবে। একই রুটিন। তবে, বছর বছর লক্ষ্য বদলে যায়।

গত বছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জন্য প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন আহমেদ জাওয়াদ চৌধুরী। আর এ বছর তিনি কাজ করেছেন বাংলাদেশ দলের ‘মেন্টর’ হিসেবে। কেমন হলো এবারের প্রস্তুতি? জেনে নিন তাঁর লেখা থেকে।

আগামী ১০ থেকে ২২ জুলাই ইংল্যান্ডের বাথে অনুষ্ঠেয় ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। বাংলাদেশ দলের সদস্যরা হলো, এম আহসান-আল-মাহীর (এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা), সৌমিত্র দাস (সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর), আহমেদ ইত্তিহাদ হাসিব (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মো: মারুফ হাসান রুবাব (ময়মনসিংহ জিলা স্কুল), দেওয়ান সাদমান হাসান (সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা), মাশরুর হাসান ভুঁইয়া (নটরডেম কলেজ, ঢাকা)।

বরিশাল আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৯-এর ফলাফল ঘোষনা করা হয়েছে। এই অঞ্চলের নির্ধারিত জেলাসমূহের বাছাই অলিম্পিয়াডের নির্বাচিতরা অংশগ্রহন করেছিলো এই আয়োজনে। নিচে টেবিল আকারে ফলাফল:

সিলেট আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৯-এর ফলাফল ঘোষনা করা হয়েছে। এই অঞ্চলের নির্ধারিত জেলাসমূহের বাছাই অলিম্পিয়াডের নির্বাচিতরা অংশগ্রহন করেছিলো এই আয়োজনে। নিচে টেবিল আকারে ফলাফল:

Bangladesh Mathematical Olympiad Committee Logo
Bangladesh Mathematical Olympiad Committee is the organization who organizes the Math Olympiad each year across the country with the support form Dutch Bangla Bank & Prothom Alo.
© 2021, Bangladesh Mathematical Olympiad Committee

Quick Links

Contact Info

+880-2-8180078-81 Ex-2128
info@matholympiad.org.bd

Build With by Nasir Khan Saikat
Theme by JoomShaper

Search