অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২০- এর ফলাফল প্রকাশ

২৯ মে ২০২০, শুক্রবার বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্ বাংলা ব্যাংকের পৃষ্ট‌পোষকতায় ও প্রথম আ‌লোর ব্যবস্থাপনায় অনলাইনে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। আজ ৭ জুন ২০২০ তারিখে এই অনলাইন অ‌লি‌ম্পিয়া‌ডের ফলাফল প্রকাশ করা হয় online.matholympiad.org.bd এই ওয়েবসাইটে। আঞ্চলিক পর্বের প্রত্যেক অংশগ্রহণকারী  গণিত অলিম্পিয়াড এর ওয়েবসাইটে তাদের ৬ ডিজিটের ইউজারনেম অথবা নাম সার্চ দিয়ে ফলাফল দেখতে পাবে।

অনলাইন আঞ্চলিক অ‌লি‌ম্পিয়াডের আপ‌ডেট

৭১ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে সুচারু ভাবে সম্পন্ন হয়েছে ডাচ্- বাংলা ব্যাংক -প্রথম আলো অনলাইন আঞ্চলিক গণিত অ‌লি‌ম্পিয়াড ২০২০।

সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

অনলাইন অলিম্পিয়াডে অংশগ্রহনের পদ্ধতি

আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২০ এবার অনলাইনে আয়োজন করা হচ্ছে। http://online.matholympiad.org.bd ঠিকানা থেকে নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে অংশগ্রহন করা যাবে।

অনলাইনে এই অলিম্পিয়াডে অংশ নেয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে নিচের স্লাইডে দেখানো হয়েছে।

২৯ মে, ২০২০ শুক্রবার আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আগামী ২৯শে মে ২০২০, শুক্রবার। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে।

আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের তারিখ ঘোষণা

আঞ্চলিক আয়োজনের পূর্বে আমরা তিনটি মক অনলাইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। কেবলমাত্র আঞ্চলিক পর্বে নির্বাচিতরা এখানে অংশগ্রহন করতে পারবে। আঞ্চলিকের প্রস্তুতি হিসেবে এগুলো আয়োজন করা হচ্ছে। মক পরীক্ষগুলো হবে সকাল ১০:৩০-১১:৩০ পর্যন্ত। পরীক্ষার সময় ১ ঘন্টা।

গণিত অলিম্পিয়াডের অনলাইন প্রস্তু‌তিমূলক ক্লাস

গণিত অলিম্পিয়াডের অনলাইন প্রস্তু‌তিমূলক ক্লাসের আয়োজন করা হয়েছে। আঞ্চ‌লিক ও জাতীয় গ‌ণিত অ‌লি‌ম্পিয়া‌ডের প্রস্তু‌তি নি‌য়ে সরাস‌রি আ‌লোচনা কর‌বেন একা‌ডে‌মিক দ‌লের সদস্যরা। ‌দেখ‌তে চোখ রাখ‌তে হ‌বে গ‌ণিত অ‌লি‌ম্পিয়া‌ডের ফেসবুক পেজ থে‌কে।
তা‌রিখ- ১৭,১৮, ১৯ ও ২০ মে ২০২০
সময়: প্র‌তি‌দিন দুপুর ২:৩০ মি‌নিট থে‌কে