অনলাইনে হওয়ায় উৎসবের মেজাজ ছিল না। কিন্তু কম্পিউটার স্ক্রিনের সামনে বসা হাজারো খুদে গণিতবিদের বুক দুরু দুরু করেছে। কারণ, অনলাইনে ঘোষিত হয়েছে এবারের ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের জাতীয় পর্যায়ের ফল। প্রায় ৬৯ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ধাপে ধাপে বেছে নেওয়া হয়েছে চার ক্যাটাগরির বিজয়ী ৫৯ জনকে। এর মধ্যে পাঁচজন হয়েছে সেরাদের সেরা।
৯ জুলাই বিকেল ৪টায় জাতীয় গণিত অলিম্পয়াড ২০২০–এর ফলাফল গণিত অলিম্পিয়াডের অফিসিয়াল ফেসবুকে https://www.facebook.com/BdMOC সরাসরি ঘোষণা করা হবে। এছাড়া পরবর্তীতে online.matholympiad.org.bd এই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্ব আগামী ৩ তারিখে অনুষ্ঠিত হবে। সে জন্যে গণিত অলিম্পিয়াডের অনলাইন প্রস্তুতিমূলক ক্লাসের আয়োজন করা হয়েছে। জাতীয় গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি নিয়ে সরাসরি আলোচনা করবেন একাডেমিক দলের সদস্য এবং ক্যাম্প ট্রেইনাররা। দেখতে চোখ রাখতে হবে গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেজে ।
আগামী ৩ জুলাই ২০২০, শুক্রবার সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত একযোগে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জাতীয় গণিত অলিম্পিয়াড অনলাইনে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র আঞ্চলিক অলিম্পিয়াড থেকে নির্বাচিতরা অনলাইন জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।
অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য http://online.matholympiad.org.bd এই ঠিকানায় লগইন করতে হবে। কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। মোজিলা ফায়াফক্স অথবা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।
জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২০-এর জন্য নির্বাচিত সবাইকে অবশ্যই যার যার প্রোফাইলে লগইন করে ছবিসহ নিজের প্রোফাইল আপডেট করতে হবে।
অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ও প্রকাশিত ফলাফল নিয়ে আমরা বেশ কিছু প্রশ্ন পাচ্ছি। নানা রকম বিষয়ে জিজ্ঞাসা করেছেন অনেকেই। গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে সাধারণ কিছু প্রশ্নের উত্তর এখানে যুক্ত করা হচ্ছে।