৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দল ঘোষণা

imo-c

আগামী ৬-১৬ জুলাই ২০১৬ হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। শিক্ষার্থীরা হলো আসিফ-ই-ইলাহী (সিলেট এমসি কলেজ, সিলেট), মো. সানজিদ আনোয়ার (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ), সাজিদ আখতার তূর্য (সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ), মো. সাব্বির রহমান (নটর ডেম কলেজ), এ এম নাঈমুল ইসলাম (বরিশাল জিলা স্কুল) ও আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, চট্টগ্রাম)। অভিনন্দন বাংলাদেশ গণিত দল।



 


২৮তম এপিএমও তে বাংলাদেশের ১টি রৌপ্য ‌ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন

 

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) ২৮তম আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীরা ১টি রৌপ্য পদক, ৩টি ব্রোঞ্জ পদক ও ৩টি সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) অর্জন করেছে। তারা হলো- সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আসিফ-ই-এলাহী রৌপ্য পদক ও আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী সানজিদ আনোয়ার, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সাজিদ আকতার তূর্য, নটরডেম কলেজের শিক্ষার্থী মো. সাব্বির রহমান পেয়েছে ব্রোঞ্জ পদক এবং নারায়নগঞ্জ হাই স্কুল ও কলেজের জয়দীপ সাহা, বরিশাল জিলা স্কুলের এসএম নাঈমুল ইসলাম ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের আহামেদ জাওয়াদ চৌধুরী পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। এবারের প্রতিযোগিতায় মোট স্বর্ণ পদক পায়েছে ১৩ জন, রৌপ্য পদক পেয়েছে ৪১ জন, বৌঞ্জ পদক পায় ৯২জন শিক্ষার্থী এবং সম্মানজনক স্বীকৃতি পায় ৫৭ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৮ মার্চ এপিএমওর সদস্য ৩৬টি দেশে একযোগে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশে এপিএমওর আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় অভিন্ন প্রশ্নে। অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়। ফলাফলের বিস্তারিত জানা যাবে http://www.apmo-official.org/ ঠিকানায় এবং শুধু বাংলাদেশের ফলাফল দেখা যাবে http://www.apmo-official.org/reports/ReportBangladesh.html এই ঠিকানায়।

ঢাকায় অনুষ্ঠিত হলো ২৮তম এপিএমও

 


আজ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড Èএশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড (এপিএমও)'-এর ২৮তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে। এপিএমওর নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে নিজ নিজ দেশে। এপিএমওর সদস্য ২৬টি দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর এই সর্ববৃহত্ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড। তবে ভেৌগোলিক অবস্থান ও সময়ের ব্যবধানের জন্য দেশভেদে কয়েক ঘণ্টার সময় পার্থক্য হয়ে থাকে। সে হিসাবে আমেরিকা অঞ্চলের দেশগুলোর অলিম্পিয়াড হয় ৭ মার্চ বিকেলে এবং বাংলাদেশসহ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর অলিম্পিয়াড হয় ৮ মার্চ সকালে। ঢাকায় অনুষ্ঠিত এপিএমওতে সারা দেশ থেকে আসা প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।

বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় অভিন্ন প্রশ্নে। মূল প্রশ্ন অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ মান ছিল ৭। পরে সব শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রথম ১০ জনের ফলাফল এবং নমুনা হিসেবে প্রথম, তৃতীয় ও সপ্তম স্থান অধিকারীর উত্তরপত্র কাজাখাস্তান পাঠানো হবে। এবার অলিম্পিয়াডটি সমন্বয় করে কাজাখাস্তান।

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ&-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশে এপিএমওর আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

 

আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় গণিত উত্সব শুরু

Math Final Logo

 

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় গণিত উত্সব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। ডাচ&-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি উত্সবের আয়োজন করেছে। সকাল নয়টায় উত্সবের উদ্বোধন করবেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস। চলতি বছরের জুলাই মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারাদেশের ২৪টি জেলা শহরে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক উত্সবের ১৩৫০ জন বিজয়ী অংশ নেবে জাতীয় উত্সবে।

বিজয়ীদরে সার্টিফিকেট ও লাল রঙের টি শার্ট পরে আগামীকাল সকাল সাড়ে আটটায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর ঢাকায় উপস্থতি থাকার জন্য আয়োজকদরে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দুইদিনব্যাপি উত্সবে উপস্থিত হন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চেৌধুরী, সহসভাপতি ড. মুনিবুর রহমান চেৌধুরী, সদস্য অধ্যাপক ড. সুব্রত মজুমদার, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, বরেণ্য গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুত্ফুজ্জামান, বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজ্ঞানী রেজাউর রহমান, জ্যোতির্বিদ এফ আর সরকার, ডাচ&-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপ ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, মনোরোগ চিকিত্সক মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকরা। দুইদিনের উত্সবে গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে সিসিমপুর, ওয়াটার রকেট উত্ক্ষেপন, সাইকেল স্টান্ট, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতা, গণতিরে পট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলাসহ নানা আয়োজন। এছাড়াও থাকবে ২০১৫ সালের সেরা গণিত ক্লাব ও আজীবন সম্মাননা প্রদান।

গণিত অলিম্পয়াড ছাড়া উত্সবের সকল পর্ব সবার জন্য উন্মুক্ত।

১২ ও ১৩ ফেব্রুয়ারি জাতীয় গণিত উত্সব ২০১৬

 

Math Final Logo

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শুক্র ও শনিবার রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অবস্থিত সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলেঅনুষ্ঠিত হবে 'ডাচ্-বাংলা ব্যাংক প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০১৬' এবং চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উত্সবের আয়োজন করেছে। চলতি বছরের জুলাই মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারা দেশের ২৪টি জেলা শহরে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হয়েছে। ২৪টি আঞ্চলিক গণিত উত্সব বিজয়ীদের নিয়ে এই জাতীয় আয়োজন।

১২ ফেব্রুয়ারি, শুক্রবার (সকাল ৮টা থেকে বিকেল ৫টা)

  • উত্সব আগমন সকাল ৮টায়।
  • উত্সবে আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের লাল রঙের টি-শার্ট ও বিজয়ী সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
  • উত্সবে এসে নিজ অঞ্চলের বুথ থেকে সকাল ৮.৪৫ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
  • উদ্বোধনী পর্ব সকাল ৯টা।
  • প্রাইমারি ২ ঘণ্টা, জুনিয়র ৩ ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষার সময় ৪ ঘণ্টা।
  • পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
  • পরীক্ষার হলে কলম, পেনসিল ও জ্যামিতি বক্স সঙ্গে আনতে হবে।

এছাড়া সুডোকু প্রতিযোগিতা, সিসিমপুরের পরিবেশনা, সাইকেল স্টান্ট, ওয়াটার রকেট উত্ক্ষেপন, মজার বিজ্ঞানসহ নানা আয়োজনে মুখর থাকবে উৎসবের প্রথম দিন।

 

১৩ ফেব্রুয়ারি, শনিবার (সকাল ৮.৩০টা থেকে বেলা ১২.৩০টা)

  • আগমন সকাল ৮.৩০টায়।
  • সমাপনী ও পুরস্কার বিতরণী ৯.৩০টা থেকে বেলা ১২.৩০ মিনিট পর্যন্ত।

এছাড়া রুবিকস কিউব প্রতিযোগিতা, গণিত সংসদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণিতের পট সহ নানা আয়োজন মুখর থাকবে সমাপনী দিন।

 

ঢাকা আঞ্চলিক গণিত উত্সব ২০১৬-এর বিজয়ীদের তালিকা

ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা


প্রাইমারি

চ্যাম্পিয়ন

২৮৯৬২-মালিহা তাবাসসুম (রাজা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), ২৪৩১৯-শারাদ মিত্র (এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল), ২৪৩৩৬-আফরিন তাসনুভা ইনসান (ভিকারুননিসা নূন স্কুল), ২৮৮৬৫-আরিয়ান আহমেদ (ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল), ২৮৯৬৬-খন্দকার আবির হোসেন (আইডিয়াল স্কুল এন্ড কলেজ), ২৮৮০৬-নাবিল আহমেদ খান (মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ), ২৮৯৮০-এম আহসাফ আবিদ (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), ২৯৯০৯-মনিরুল আমিন (সেন্ট স্কলাস্টিকা), ২৯১৫৯-এস এম সামিউল হোসাইন (মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল), ২৯২১৬-ইরতিজা আলম জিয়ন (রাজউক উত্তরা মডেল কলেজ), ২৯২২৪-নুজহাত আহমেদ (ভিকারুননিসা নূন স্কুল), ২৯২৩৭-মেহেজাবিন সোহা (ভিকারুননিসা নূন স্কুল), ২৯২৭৮-তোয়াসিন আলম খান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ২৯২৯০-মাসুমা মুসাব্বিহা (মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়), ২৯২৯১-নাশরাফি ইসলাম (ন্যাশনাল আইডিয়াল স্কুল), ২৯৩৮৯-শেখ আকিফ এলাহি (বাংলাদেশ ইন্টা. স্কুল), ২৯৪১৮-নাহিয়ান নাওয়ার (সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল)।

প্রথম রানারআপ

২৮৯৮৪-মো. আজমাইন ইকতিদার (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ), ২৯০০৮-আমর্তয বিশ্বাস (বিআরআরআই প্রগতি প্রাইমারি স্কুল), ২৯০০৬-প্রতীক বিশ্বাস (বিআরআরআই প্রগতি প্রাইমারি স্কুল), ২৮৮০৭-ইসরাফিল লতিফ (মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ), ২৯০৪৮-সাদাফ সাঈম (লাইফ প্রিপারেটরি স্কুল), ২৯১৯৩-নাহিয়ান রাদিয়ান (ওয়াইডবি্লউসিএ হাইস্কুল), ২৯০০৪-ইয়ামিন জামান খান (কসমো স্কুল অ্যান্ড কলেজ), ২৮৮১৯-প্রজ্ঞা অবনি্ত নাগ (এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল), ২৯০১১-টি এম সাকিব রহমান (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল), ২৯০১৩-টি এম শামিম রহমান (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল), ২৯২৯৬-কলে্লাল বণিক (সিরাজদীখান মডেল সরকারি প্রাইমারি স্কুল), ২৯০২০-মো. আবরার আনোয়ার তাহমিদ (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ), ২৯১২১-ফুয়াজ ইকবাল (ইন্টারন্যাশনাল তুর্কিশ হোপ স্কুল), ২৯৪৩৬-জায়নাহ জুমান্না (সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল)।

দ্বিতীয় রানারআপ

২৯৩৪৭-তাহিয়া তাহমিদ (মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল), ২৯০৩১-নাজিব আশজা বিন হাসনাত (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ), ২৯১৯১-কল্যাণ কানি্ত নাগ (ভিজিল্যান্ট ইন্টারন্যাশনাল স্কুল), ২৯৩৪৫- প্রজ্ঞা পারমিতা (ভিকারুননিসা নূন স্কুল), ২৯০৯৭-তাসনিম আশরাফ (উদয়ন হাইস্কুল), ২৯৪২০-তারুনা ইশরাক (সামারফিল্ড ইন্টা. স্কুল), ২৯৪৯২-মেহজাবিন আলম (ফাউন্ডেশন স্কুল), ২৯১২৬-আল হাজরামি নাবিল (কিংশুক পারটিসিপেটরি হাই স্কুল), ২৯৪৭৯-আবরার ফাউজ ( ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ২৯৩৭৯-সাইফুল্লাহ সিফাত (হিউম্যান হারবার স্কুল অ্যান্ড কলেজ), ২৯২২১-মো. জাওয়াদুল ইসলাম (মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ), ২৯০৪৫-আরিয়ানা রহমান চেৌধুরী (হলিক্রস গার্লস হাইস্কুল), ২৯৪৭১-আনুভা চেৌধুরী (সানবিমস), ২৯০৭১-রিতান রাচিত পাল (উদয়ন হাইস্কুল), ২৮৮৫১-এস কে মাহাথির মাহমুদ (মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ), ২৯২০৯-আবু সাদমান সাদাফ (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)।

 

জুনিয়র

চ্যাম্পিয়ন

৩০৪৪৪-তাসমিম রেজা (এস ও এস হারম্যান মেইনার কলেজ), ২৯৭৮১-আহমেদ ইত্তিহাদ (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ২৯৯৯৬-মাশরুর মাহমুদ (ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল), ২৯৯১০-রাইয়ান জামিল (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), ২৯৮৯০-আব্দুল্লাহ আল রাফি মাহমুদ (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল), ৩০০০২-নাহিন মুনকার (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), ২৯৭৬৬-সেৌম্যদীপ সান্ন্যাল (সানিডেল), ৩০৪৭৩-অমি সিকদার (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল), ২৯৭৫৫-সৈয়দা জারিন রাফা (অক্সফোর্ড ইন্টা. স্কুল), ২৯৫৫৩-ফারদিন হুসাইন, ২৯৮৪৯-মুসা তুর ফারাজী (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)।

প্রথম রানারআপ

২৯৬৪৭-মো. জিম-মিম (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল), সিদ্দিকী সেৌধা, ২৯৮২৬-মো. তাসিন রাইহান (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল), ২৯৬৩১-প্রীতম কৃষ্ঞ কুণ্ডু (বি এ এফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল), ২৯৭০৮-রয়া তাবাসসুম (হলিক্রস গার্লস হাইস্কুল), ২৪৪২২-তামিম আহসান জামান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ২৯৬৭৫-অভিষেক মজুমদার (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ), ৩০০১৩-এম আহসান-আল-মাহির (এস ও এস হারম্যান মেইনার কলেজ), ৩০১৭৮-সাদমান ফাহিম (মণিপুর হাইস্কুল), ৩০০০৩-কাজী মো. জারির (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), ২৯৯৫০-দীল মোহাম্মদ পরাগ (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), ৩০০৬০-মিতুল রহমান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ৩০২৫১- মারজুখ আকিব আসজাদ (সানিডেল), ৩০২৩০-আয়মান ওয়াদুদ (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), ২৯৮২৪-মেহনাজ হূদি (ভিকারুননিসা নূন স্কুল), ২৯৫১১-মো. আল সামি ইবনে গিয়াস, ৩০৩৭৮-মানসিব হাসান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ২৯৯৭২-মো. আরমান হাসান (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ), ৩০২৫৭-ইবতিসাম তাহের (উদয়ন হাইস্কুল), মো. রিফাত উদ্দিন, চিন্ময় কর ভিক্টর, নুজহাত সাবাহ ফিরদাউস।

দ্বিতীয় রানারআপ

২৯৬৪৮-মো. নাফায় মাহমুদ (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), ৩০১১০-আওয়েশ ইসলাম (রাজউক উত্তরা মডেল কলেজ), ৩০১১৪-খন্দকার মুনতাসির শামস (রাজউক উত্তরা মডেল কলেজ), ২৯৬২২-অদ্বিতীয় নাগ (এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টা. স্কুল), ২৯৮৩০-সুদীপ মণ্ডল (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল), ৩০৪৬৪-তাহসিন কবির (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল), ৩০১৪৬-সামিয়া শারমিন (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ), ২৯৭৩১-মোস্তাফা মোহাইমিন (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), ২৯৯৩১-আফিয়া তাহসিন চেৌধুরী (মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ), ৩০০০৭-শেখ মিসাম হাসান (স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ), ২৯৭৩৯-তাহমিনা আক্তার (শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ), ২৯৯৬৬-মো. নাঈম খান (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), ২৯৫৫২-আল-কাইয়ুম বিন কামাল, ২৯৯০৯-তামিম নূর জাহিন (ন্যাশনাল আইডিয়াল স্কুল), ২৯৫১৯-নাভেদ ইমতিয়াজ, ৩০০৯৫-মো. ফারহান সিফাত (রাজউক উত্তরা মডেল কলেজ), ৩০৪৪১-সাইয়ারা ইসলাম (সানিডেল), ২৯৫৫৭-স্বপ্নিল দেব, ২৯৭৬৭-আবরার মাহমুদ (বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ), ২৯৬৮৪-সৈয়দ মাহমুদুল কবির (রাজউক উত্তরা মডেল কলেজ), ৩০০৩৮-সেৌম্য দাস (রাজউক উত্তরা মডেল কলেজ), ২৯৭৩৫-রামিসা তাসনিয়া (মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ), ৩০২৫৮-শুভ্রা জ্যোতি ঘোষ (সানিডেল), ৩০১৩৫-ফারজিন আওসাফ জামান (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), ২৯৭৭৩-কাজী আহনাফ আবদুল্লাহ (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), ২৯৯২৪-আয়েশা সিদ্দিকা (ভিকারুননিসা নূন স্কুল)।

 

সেকেন্ডারি

চ্যাম্পিয়ন

৩০৬৩০-তাহনিক নূর সামিন (ন্যাশনাল আইডিয়াল স্কুল), ৩০৭৮০-তারিকুল ইসলাম (শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ), ৩০৭৩৯-সুবা নাওয়ার পুষ্পিতা (ভিকারুননিসা নূন স্কুল), ৩০৯২২-হাসিব হাসান রাফি (নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল), ৩০৯০৬- পায়েল ভেৌমিক (নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল), ৩০৮৯৭-ইনতেসার জাওয়াদ জাইগিরার (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), ৩০৯৭২-জয়দীপ সাহা (নারায়ণগঞ্জ হাইস্কুল), ৩০৯৫৭-ফাতিম আনাম রাফিদ (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), ৩০৫১০-হাসান মেজবাউল আলী (মণিপুর হাইস্কুল)।

প্রথম রানারআপ

৩০৬২৫-মাশরুর হাসান ভঁূইয়া (রাজউক উত্তরা মডেল কলেজ), ৩০৭৩৬-মো. মাইনুল ইসলাম (মণিপুর হাইস্কুল), ১৯৫৮৫-সাদমান মোহাম্মদ নাসিফ (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), ৩০৭৭৫-তানজিম আজওয়াদ জামান (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), ৩০৭৭৯-সাদ মোহাম্মদ রাফিদ (মণিপুর হাইস্কুল), ৩০৬৩১-মো. শাহরিয়ার মুকসেত (সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল)।

দ্বিতীয় রানারআপ

৩০৭৩৮-রাহুল সাহা (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ৩০৬৪১-ফারহান তাহমিদুল করিম (বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ), ৩০৬০১-দেবজিত্ পন্ডিত (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ), ৩০৯৫৪-আন্নান আবরার ইসলাম (মিরপুর ক্যান্ট. পাবলিক কলেজ), ৩০৫৩৮-তানজিউজ্জামান সাকিব (রাজউক উত্তরা মডেল কলেজ), ৩০৭৬২-ইফরিত তাহমিদ (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), ১৯৫২৬-মো. জিনারুল ইসলাম সুমন (আই ই এস উচ্চমাধ্যমিক বিদ্যালয়)।

 

হায়ার সেকেন্ডারি

চ্যাম্পিয়ন

২৩৭৪২-আবিতুর রহমান (নটর ডেম কলেজ), ২৩৫৫৩-সাব্বির রহমান (নটর ডেম কলেজ), ২৪০০৫-প্রীতম কুণ্ডু (ঢাকা কলেজ), ২৩৭৪১-তানভীর হোসেন মুনীম (নটর ডেম কলেজ)।

প্রথম রানারআপ

২৩৫৫৪-সিয়াম আব্দুল্লাহ (রাজউক উত্তরা মডেল কলেজ), ২৩৫৬৬-আয়মান রাসেদ (নটর ডেম কলেজ), ২৩৬২৮-আর কে বি এম রিজমি (বি সি আই সি কলেজ), ২৩৬২৩-মরিয়ম আক্তার (ভিকারুননিসা নূন স্কুল), ২৩৭৪৬-তামান্না মাহজাবিন (রাজউক উত্তরা মডেল কলেজ), ২৩৬৩৮-তাহমিদুল আলম (ঢাকা কলেজ), ২৩৬২৭-সিয়াম হাবিব (নটর ডেম কলেজ), ২৩৫০৭-মো. নাফিস ফাইয়াজ), ২৩৬৬১-মো. মুশফিকুর রহমান (নটর ডেম কলেজ), ২৩৫৩০-সাদমান সাকিব (নটর ডেম কলেজ), ২৩৯৩৬-রাবিব ইবরাত (নটর ডেম কলেজ), ২৩৫৬৫-মো. ফরিদুল ইসলাম (ঢাকা কলেজ), ২৩৮০৩-কবির আহমেদ (আহসানউল্লাহ ইনস্টিটিউট)।

দ্বিতীয় রানারআপ

এস কে মো. ফয়সাল আহসান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মো. তুরাব হক (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ), ২৩৯৪৫-ফুয়াদ আল মাহমুদ (রাজউক উত্তরা মডেল কলেজ), হাফিজুর রহমান (নটর ডেম কলেজ), ২৩৬১৯-মাহির মাহাবুব (ঢাকা সিটি কলেজ),২৩৬৬৭-মো. শহিদুল ইসলাম (নটরডেম কলেজ), ২৪১২৬ মেহনাজ আফরোজ চেৌধুরী (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ), ২৩৮৩৪-মুহতাসিম ফুয়াদ (নটর ডেম কলেজ), মো. মনিরুল ইসলাম (নটর ডেম কলেজ), ২৩৯১৩-শামিম বিন জাহিদ (ঢাকা সিটি কলেজ), ২৩৯১৮-মাহমুদ রায়হান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ২৩৭৩৮-ত্রিতিয়া তমা রায় (বেগম বদরুন্নেসা গার্লস কলেজ), ২৩৮৬৩-মো. ওমর ফারুক (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ), জুলফিকার নাইন ভঁূইয়া (নটর ডেম কলেজ), ২৩৬৬০-মুহিব হোসেন (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), ২৪০৫০-আসিফ মুস্তাফা হাসান (নটর ডেম কলেজ)।

 

 

২৯ জানুয়ারি ঢাকা আঞ্চলিক গণিত উত্সব

Math Final Logo


ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কাল ২৯ জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক গণিত উত্সব।  উৎসবে চার ক্যাটাগরিতে মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়নঞ্জ ও ঢাকার ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে। সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন করবেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো: আব্দুল হান্নান। উদ্বোধনের পর সোয়াঘন্টার অলিম্পিয়াড এবং অলিম্পিয়াড শেষে বন্ধুতা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশ্নোত্তর পর্ব রয়েছে। দুপুর নাগাদ জাতীয় উৎসবের জন্য নির্বাচিতদের নাম ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

উত্সবে খুদে গণিতবিদদের উত্সাহ যোগাতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীসহ উপস্থিত থাকবেন বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুত্ফুজ্জামান, অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট বিজ্ঞানী রেজাউর রহমান, অধ্যাপক আবদুল হাকিম খান, ফারসীম মান্নান মোহাম্মদী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক, গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ প্রমূখ।

অংশগ্রহণকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোষাক পড়ে প্রবেশপত্র, কলম ও পেন্সিল সঙ্গে নিয়ে সকাল সাড়ে আটটায় উৎসবস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২৪ টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ীরা আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠেয় জাতীয় গণিত উত্সব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উত্সবের আয়োজন করেছে।


 

কবে কোথায় আঞ্চলিক উত্সব (শেষ ১২টি উত্সব)

Math Final Logo

 

৮ জানুয়ারি, শুক্রবার

চট্টগ্রাম অঞ্চল : সেন্ট প্লাসিড উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম

 

১০ জানুয়ারি, রোববার

কুমিল্লা অঞ্চল: কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা

 

১২ জানুয়ারি, মঙ্গলবার

নেত্রকোনা অঞ্চল: আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, নেত্রকোনা

 

১৩ জানুয়ারি, বুধবার

ময়মনসিংহ অঞ্চল: প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, ময়মনসিংহ

 

১৫ জানুয়ারি, শুক্রবার

রাঙামাটি অঞ্চল : লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি

 

১৬ জানুয়ারি, শনিবার

ফেনী অঞ্চল: ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী

 

১৮ জানুয়ারি, সোমবার

পটুয়াখালী অঞ্চল: পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী

 

১৯ জানুয়ারি, মঙ্গলবার

বরিশাল অঞ্চল:বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল

 

২২ জানুয়ারি, শুক্রবার

শরীয়তপুর অঞ্চল: শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শরীয়তপুর

 

২৩ জানুয়ারি, শনিবার

টাঙ্গাইল অঞ্চল: বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল

 

২৬ জানুয়ারি, মঙ্গলবার

কক্সবাজার অঞ্চল: কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার

 

২৯ জানুয়ারি, শুক্রবার

ঢাকা অঞ্চল: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা


লক্ষ্য রাখুন:

  • উত্সব শুরু হবে সকাল সাড়ে আটটায়
  • পরীক্ষার সময় মুঠোফোন ব্যবহার করা যাবে না
  • অলিম্পিয়াডে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না
  • শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে আসতে হবে
  • পরীক্ষার হলে প্রবেশপত্র, কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে

ঢাকা আঞ্চলিক উত্সবের রেজিস্ট্রেশন : ১ ও ২ জানুয়ারি ২০১৬

Math Final Logo

 

ঢাকা আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীদের ২০১৫ সালে অধীত শ্রেণী অনুসারে তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে  রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র/বেতনের রসিদ,/ফলাফলের বিবরণী যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।

ক্যাটাগরি
চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ক. প্রাইমারি : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র : ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি : নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি : একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।


অন্তর্ভুক্ত জেলা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: প্রথম আলো অফিস, ৫ম তলা (লিফট-৪), সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

প্রয়োজনে: ০১৭১৭৫৭১৩৩৮, ০১১৯১৩৮৫৫৫১ ও ০১৯১৩৯১৬৬৩১।