‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে আজ বৃহস্পতিবার যশোর থেকে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর আঞ্চলিক উৎসবের। সকাল সাড়ে নয়টায় ঘন কুয়াশার মধ্যে জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
করোনা অতিমারি আমাদের অনেক ক্ষতি করে গেছে। তবে শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে বেশি। তারা তাদের বইপুস্তক নিয়ে ঢুকে পড়েছে অনলাইনের রাজ্যে। আর সে কারণে তিন বছর ধরে আমাদের প্রাণের আয়োজন ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসবও ঢুকে পড়ে স্ক্রিনের মধ্যে। গত বছর আমরা জাতীয় উৎসব নিয়ে ঘর থেকে বের হয়ে এসেছি। আর আজ বৃহস্পতিবার পৌনে ২০০ বছরের ঐতিহ্যবাহী, খালি চোখে সুপারনোভা দেখার জ্যোতির্বিদ রাধা গোবিন্দ চন্দ্র ও সংযুক্তিই উৎপাদনশীলতার তত্ত্বের জনক ও গ্রামীণফোনের অন্যতম প্রতিষ্ঠাতা ইকবাল কাদীরের বিদ্যালয়, যশোর জিলা স্কুলে শুরু হচ্ছে আঞ্চলিক গণিত উৎসব।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে।
আয়োজকেরা জানান, অনলাইন বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। অনলাইন বাছাইপর্বের ফলাফল ও ভেন্যুর নাম এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে https://online.matholympiad.org.bd ওয়েবসাইটে।
▶️▶️আঞ্চলিক উৎসবের সময়সূচি:
· অনুষ্ঠানে আগমন সকাল সাড়ে ৮টায়।
· পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
নং | ভেন্যু অঞ্চল | অন্তর্ভুক্ত জেলা | ভেন্যু | তারিখ |
1 | যশোর | মাগুরা, যশোর ও নড়াইল | যশোর জিলা স্কুল | ৫–১–২৩ (বৃহস্পতিবার) |
2 | খুলনা | খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও পিরোজপুর | আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা | ৬–১–২৩ (শুক্রবার) |
3 | রাজশাহী | রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ | রাজশাহী কলেজ | ৬–১–২৩ (শুক্রবার) |
4 | ফরিদপুর | ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর | সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর | ৭–১–২৩ (শনিবার) |
5 | কুষ্টিয়া | ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা ও চুয়াডাঙ্গা | কুষ্টিয়া জিলা স্কুল | ৭–১–২৩ (শনিবার) |
6 | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল | ৯–১–২৩ (সোমবার) |
7 | ব্রাহ্মণবাড়িয়া | ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী | ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ | ১১–১–২৩ (বুধবার) |
8 | দিনাজপুর | ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর | দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট | ১২–১–২৩ (বৃহস্পতিবার) |
9 | কক্সবাজার | কক্সবাজার ও বান্দরবান | কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় | ১২–১–২৩ (বৃহস্পতিবার) |
10 | রংপুর | রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী | রংপুর জিলা স্কুল | ১৩–১–২৩ (শুক্রবার) |
11 | চট্টগ্রাম | চট্টগ্রাম ও রাঙামাটি | পরে জানানো হবে | ১৩–১–২৩ (শুক্রবার) |
12 | বগুড়া | জয়পুরহাট, সিরাজগঞ্জ ও বগুড়া | বগুড়া জিলা স্কুল | ১৪–১–২৩ (শনিবার) |
13 | ফেনী | ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি | ফেনী সরকারি কলেজ | ১৪–১–২৩ (শনিবার) |
14 | ঢাকা(১) | ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ | আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বনশ্রী শাখা, ঢাকা | ২০–১–২৩ (শুক্রবার) |
15 | ঢাকা(২) | ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ | আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বনশ্রী শাখা, ঢাকা | ২১–১–২৩ (শনিবার) |
16 | কুমিল্লা | কুমিল্লা, চাঁদপুর | নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা | ২১–১–২৩ (শনিবার) |
17 | গাজীপুর | গাজীপুর | বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, গাজীপুর | ২৩–১–২৩ (সোমবার) |
18 | ময়মনসিংহ | নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ | বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ | ২৭–১–২৩ (শুক্রবার) |
19 | বরিশাল | বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা ও ঝালকাঠি | ব্রজমোহন বিদ্যালয় (বি.এম. স্কুল), বরিশাল | ২৮–১–২৩ (শনিবার) |
20 | সিলেট | সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার | স্কলার্সহোম, শাহী ঈদগাহ শাখা, সিলেট | ২৮–১–২৩ (শনিবার) |
ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর নিবন্ধন করার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গণিত উৎসব ২০২৩-এর বাছাই গণিত অলিম্পিয়াড ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার অনুষ্ঠিত হবে।