BdMO 2019 Articles

৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা

আগামী ১০ থেকে ২২ জুলাই ইংল্যান্ডের বাথে অনুষ্ঠেয় ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। বাংলাদেশ দলের সদস্যরা হলো, এম আহসান-আল-মাহীর (এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা), সৌমিত্র দাস (সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর), আহমেদ ইত্তিহাদ হাসিব (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মো: মারুফ হাসান রুবাব (ময়মনসিংহ জিলা স্কুল), দেওয়ান সাদমান হাসান (সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা), মাশরুর হাসান ভুঁইয়া (নটরডেম কলেজ, ঢাকা)।

উচ্ছল আনন্দে ঠাকুরগাঁওয়ে গণিত উৎসব

ঘড়ির কাটায় সকাল সোয়া নয়টা। শীতের সকালের কুয়াশা কাটিয়ে তখন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ। তারা এসেছে গণিত জয়ের স্বপ্ন নিয়ে।

‘গণিত শেখো—স্বপ্ন দেখো’ স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার দেশব্যাপী শুরু হয় ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯ ’। আজ সোমবার ছিল ঠাকুরগাঁওয়ে হয়ে গেল বাছাই পর্ব। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজন করে এই উৎসবের।

গণিত জয়ের উৎসব শুরু

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী শুরু হল ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯’। প্রথম দিন রোববার পঞ্চগড়ে অনুষ্ঠিত হয় গণিত জয় ও গণিতের প্রতি ভালোবাসার এ উৎসব। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪০ জন খুদে শিক্ষার্থী অংশ নেয়।

দেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি ও ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী এ গণিত উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথমে ৬৪ জেলায় বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাছাই অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হবে ম্যাথ অলিম্পিয়াডের ওয়েবসাইটে (www.matholympiad.org.bd) ।

৩, ৪, ও ৫ জানুয়ারি ২০১৯ অনুষ্ঠেয় বাছাই গণিত অলি‌ম্পিয়াড স্থ‌গিত

৩, ৪, ও ৫ জানুয়ারি ২০১৯ যেসব জেলার ‘বাছাই গণিত অলিম্পিয়াড’– অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশত সেসব জেলার বাছাই অলিম্পিয়াড স্থগিত করা হয়েছে। ঐ জেলা সমূহের ‘বাছাই গণিত অলিম্পিয়াড’–এর নতুন তারিখ ম্যাথ অলিম্পিয়াডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ৬ জানুয়ারি ২০১৯ থেকে শুরু হচ্ছে এবছরের বাছাই গণিত অলিম্পিয়াড।

৬৪ জেলায় একসঙ্গে বাছাই অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু ২১ ডিসেম্বর ২০১৮ থেকে

  • ২১ ডিসেম্বর ২০১৮ থেকে একসঙ্গে ৬৪ জেলায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। প্রথমে ৬৪ জেলায় বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের জন্য আগ্রহী সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে।
  • "আগে এলে আগে" ভিত্তিতে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। শিক্ষার্থীদের ২০১৮ সালে অধীত শ্রেণি অনুসারে তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে।
  • ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে। তবে রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।
    রেজিস্ট্রেশন চলবে বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত।
  • ৬৪টি বাছাইপর্বের বিজয়ীদের নিয়ে ১২টি শহরে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। আর এই ১২টি আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশগ্রহণ করবে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় উৎসবে।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯ আরম্ভ

বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপি ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯’ আয়োজন করা হবে।

২০১৯ সালে আয়োজনের দিক দিয়ে একটু পরিবর্তন আনা হয়েছে। বাছাই অলিম্পিয়াড নামে নতুন একটি লেয়ার যুক্ত করা হয়েছে। বাছাই অলিম্পিয়াডে পর আঞ্চলিক গণিত উৎসব, তারপর জাতীয় গণিত উৎসব।

জাতীয় গণিত উৎসব ২০১৯ বিজয়ীদের তালিকা

১ ও ২ মার্চ অনুষ্ঠিত জাতীয় গণিত উৎসব ২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে। বিজয়ীদের নামগুলো বিভাগ অনুযায়ী তালিকা করা হয়েছে।

বরিশাল আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৯-এর ফলাফল

বরিশাল আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৯-এর ফলাফল ঘোষনা করা হয়েছে। এই অঞ্চলের নির্ধারিত জেলাসমূহের বাছাই অলিম্পিয়াডের নির্বাচিতরা অংশগ্রহন করেছিলো এই আয়োজনে। নিচে টেবিল আকারে ফলাফল:

সিলেট আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৯-এর ফলাফল

সিলেট আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৯-এর ফলাফল ঘোষনা করা হয়েছে। এই অঞ্চলের নির্ধারিত জেলাসমূহের বাছাই অলিম্পিয়াডের নির্বাচিতরা অংশগ্রহন করেছিলো এই আয়োজনে। নিচে টেবিল আকারে ফলাফল:

ঢাকা আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৯-এর ফলাফল

ঢাকা আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৯-এর ফলাফল ঘোষনা করা হয়েছে। এই অঞ্চলের নির্ধারিত জেলাসমূহের বাছাই অলিম্পিয়াডের নির্বাচিতরা অংশগ্রহন করেছিলো এই আয়োজনে। ঢাকা আঞ্চলিক অলিম্পিয়াড বিজয়ী শিক্ষার্থী যারা পুরষ্কার বিতরণের সময় অনুপস্থিত ছিলে, তাদেরকে প্রথম আলো অফিসে এসে পুরষ্কার গ্রহণ করতে হবে যতদ্রুত সম্ভব । পুরষ্কার গ্রহণ করার সময় ফরম পূরনের জন্য এক কপি পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সাথে নিয়ে আসতে হবে। সময়: বেলা–১১ টা থেকে বিকাল ৫ টা। নিচে টেবিল আকারে ফলাফল: