ইরান গত বছর থেকে আন্তর্জাতিকভাবে আয়োজন করছে ‘ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড’। কম্বিনেটরিকস হলো গণিতের একটি শাখা। এ বছরই প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। আজ ৩০ জুলাই ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড।
আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন (IMC)। এই বছরের আয়োজক দেশ ইন্দোনেশিয়া। বাংলাদেশের দুটি দলসহ বিশ্বের মোট ১৬ টি দেশ থেকে ৮৫টি দল অংশগ্রহণ করছে এবারের আসরে।
প্রত্যাশা ঠিকমতো পূরণ না হলেও করোনা মহামারির এই দুঃসময়ে একটু হলেও স্বস্তির খবর শোনাল বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) থেকে এবার তিনটি ব্রোঞ্জপদক ও দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) পরীক্ষার পর্ব শেষ হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা দ্বিতীয় দিনের পরীক্ষায় কম্বিনেটরিকস, সংখ্যাতত্ত্ব ও জ্যামিতির ওপর তিনটি গাণিতিক সমস্যা সমাধান করতে দেওয়া হয় প্রতিযোগীদের।
করোনা বাস্তবতায় এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) পরীক্ষা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় বেলা দেড়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা প্রথম দিনের পরীক্ষায় কম্বিনেটরিকস, বীজগণিত ও জ্যামিতির ওপর তিনটি গাণিতিক সমস্যা সমাধান করতে দেওয়া হয় প্রতিযোগীদের।
সশরীর রাশিয়ায় গিয়ে এবারও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়ার সুযোগ ছিল না কারও। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের কারণে নতুন বাস্তবতায় অলিম্পিয়াডের ইউটিউব চ্যানেলে চোখ রেখেই এই আয়োজনের সঙ্গী হতে হয়েছে। সুরের মূর্ছনা ও নৃত্য-গীতের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি অবশ্য রেকর্ডেড (আগে ধারণ করা) ছিল। বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যায় উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিযোগীদের ভিডিও বার্তা প্রচার করা হয়।
গতকাল ১৬ জুলাই সমাপনী পর্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় প্রাইমারি গণিত ক্যাম্প। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব ২০২১ এর সেরা ৬১ জন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয় ৮ দিনব্যাপী এই অনলাইন ক্যাম্পে।
অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক—একাডেমিক দলের সদস্য প্রত্যয় ঘোষ ক্যাম্পের কার্যক্রম তুলে ধরেন। তারপর ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীরা একে একে বলে তাদের অভিজ্ঞতার কথা। গণিত ক্যাম্পে অংশ নিয়ে যেসব ইতিবাচক অভিজ্ঞতা হয়েছে, সেগুলো তাদের সামনের দিনগুলোতেও গণিতের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে বলে জানায় শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ৬২তম আইএমও ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে।
চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের মতো চলতি বছরও প্রতিটি অংশগ্রহণকারী দেশ নিজ নিজ দেশ থেকে অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। তবে পুরো আয়োজনটি আইএমও কর্তৃপক্ষ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভার্চ্যুয়ালি নিয়ন্ত্রণ করবে এবং আইএমও কর্তৃক নিয়োজিত কমিশনাররা সরাসরি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থেকে পরিচালনা করবেন।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক এসেছে আগেই। তবে অধরা ছিল এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) স্বর্ণপদক। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় এ প্রতিযোগিতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অবসরপ্রাপ্ত এই শিক্ষকের বয়স হয়েছিল ৭৬ বছর।
অধ্যাপক মো. আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির একজন ফেলো ও বাংলাদেশ গণিত সমিতির সাবেক সভাপতি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
গণিত অলিম্পিয়াড পরিবার শোকাহত।